Connect with us

Bangla Serial

Rachna Banerjee: আমার জীবনে কোনও পুরুষের প্রয়োজন নেই, ছেলে যে দেখবে সেটাও আশা করিনা! ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রাখঢাক রাখলেন না রচনা

Published

on

বাংলা ইন্ডাস্ট্রির মহিলাদের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। নিজের ব্যস্ত শিডিউলের মাঝে নিজের ছেলের জন্য সময় বার করতে একটুও কিপ্টামি করেন না তিনি।

এইতো সম্প্রতি নিজের ছেলে ও তার বন্ধুদের সঙ্গে পিকনিক সেরে এলেন। নিজের ছেলের জন্য তিনি সবরকম কম্প্রোমাইজ করতে রাজি। আর তার প্রমাণও বার বার দিয়েছেন।

সবাই জানেন যে তিনি তাঁর বরের সঙ্গে থাকেন না। ছেলেকে নিয়ে আলাদা থাকেন। কিন্তু হাজার সমস্যার মাঝেও অভিনেত্রী ও তাঁর স্বামী নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

rachna banerjee crying

 

ছেলের গায়ে যাতে ডিভোর্সি দাগ না লাগে তাই তাঁরা ডিভোর্স নেননি। কিন্তু এত কিছুর মাঝেও রচনা ব্যানার্জি মনে করেন তাঁর জীবনে যে তাঁর ছেলেও পাশে থাকবে এটা তিনি ভাবেন না। নিজেকে তিনি আজীবন শক্ত করে রাখতে চান। কোনও পুরুষের দরকার নেই তাঁর। কেবল নিজের বাবার কথা উঠলেই তিনি উদাসীন হয়ে যান।

Trending