Connect with us

Bangla Serial

TRP: মিঠাই নেই, টপ ফাইভে উঠে এলো রাঙা বউ! কোথায় গেল জগদ্ধাত্রী? একেবারে ওলটপালট করা টিআরপি

Published

on

প্রতি বৃহস্পতিবার এর মতো এই সপ্তাহেও আজ বেরিয়ে গেল টিআরপি তালিকা। বাংলা টেলিভিশনে কোন ধারাবাহিক সারা সপ্তাহ ধরে দর্শকদের মন জয় করতে সফল হল এই তালিকা দেখলেই তা বোঝা যায়। নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। আর এই সপ্তাহেও তার অন্যথা হলো না। আবার একবার টিআরপি তালিকায় দেখা গেল বেঙ্গল টপার হতে এই ধারাবাহিককে।

সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’ এবং চতুর্থ স্থানে রয়েছে জি বাংলা ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ ও ‘নিম ফুলের মধু’। এবং পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার রাঙ্গা বউ। এই প্রথম সেরা পাঁচের তালিকায় উঠে এলো এই ধারাবাহিক।

কয়েক সপ্তাহ হয়েছে টিভির পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। এই জুটি দর্শকের কাছে আগে থেকেই জনপ্রিয় তার কারণ জি বাংলায় ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়েছে দর্শক।

কিছুটা অন্যরকম গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক গ্রামের মেয়ে পাখি এবং শহরের ছেলে কুশ। তবে নায়কের একটি রোগ রয়েছে যার জন্য সে সবকিছু ভুলে যায়। উল্টোদিকে তার বাড়িতে সে ব্যবসা দেখাশোনা করলেও অন্য ভাইরা তাকে সেভাবে সম্মান করে না। তবে এবার পাখি বিয়ে হয়ে আসার পরে কুশের জন্য লড়বে এমনটাই দেখা যাবে গল্পে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া ৯.৩
২য় •• জগদ্ধাত্রী ৯.০
৩য় •• গৌরী এলো ৮.৬
৪র্থ •• খেলনা বাড়ি / নিম ফুলের মধু ৮.৪
৫ম •• রাঙা বউ ৭.৬

Trending