Connect with us

    Bangla Serial

    Soumitrisha Koushambi: মিঠাইয়ের দুই বান্ধবী সৌমীতৃষা আর কৌশাম্বীকে আর দেখা যায় না কেনো? আদৃতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? আবার একসঙ্গে দেখার দাবি ভক্তদের

    Published

    on

    বর্তমানে বাংলা বিনোদনের দুনিয়ায় জনপ্রিয়তম ধারাবাহিকের মধ্যে অন্যতম হলো ‘মিঠাই’ (Mithai)‌। বিগত দু’বছর যাবৎ জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিক বাঙালি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই জনপ্রিয়তার নিরিখে টিআরপি তালিকায় দীর্ঘদিন ধরে ফার্স্ট গার্ল ছিল সেই। তবে স্টার জলসার ধারাবাহিক গাঁটছড়ার সৌজন্যে পিছু হটে মিঠাই। এই ধারাবাহিকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু
    (Soumitrisha Kundu)। আর নায়কের চরিত্রে সুদর্শন অভিনেতা আদৃত রায়(Adrit Roy)। তবে নজরকাড়া এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র।

    এই ধারাবাহিকের শুরুর দিকে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কের সমীকরণ দারুণ ছিল বলে জানা যায়। সৌমীতৃষা ও আদৃতের মধ্যেও দারুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এছাড়াও সৌমীতৃষা, কৌশম্বী, দিয়া, ঐন্দ্রিলারাও ভীষণ ভালো বন্ধু ছিল একে অপরের। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সম্পর্কের সেই সমীকরণ। এখন সৌমীতৃষা, আদৃত ও কৌশাম্বীর সম্পর্ক মোটেও সুখকর নয়। বরং আদৃত ওরফে সিদ্ধার্থের সঙ্গে তাঁর পর্দার দিদিয়া ওরফে কৌশাম্বীর সম্পর্ক একটু বেশিই সুমধুর।‌‌

    কিন্তু ঘটনা কী? কেন ভেঙে গেল একসময়ের বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্ক? এর জন্য ফিরে তাকাতে হবে একটু পিছনে। ২০২১ সাল নাগাদ ১০ বছরের দীর্ঘ প্রেম ভেঙে যায় বং ক্রাশ ওরফে মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থ মোদক ওরফে আদৃত রায়ের। তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়া মন্ডল আচমকাই আদৃতকে ছেড়ে আংটি বদল সেরে ফেলেন অন্য একজনের সঙ্গে। এরপরই খবর রটে মিঠাই ধারাবাহিকের দিদিয়া অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নাকি অনস্ক্রিন ভাই আদৃত। জানা যায়, কৌশাম্বী-সিদ্ধার্থের এই প্রেমে নাকি গোঁসা হয় পর্দার মিঠাইরানীর। হয়ত কোথাও গিয়ে তিনি মন দিয়ে ফেলেছিলেন আদৃতকে। যদিও আদৃত-কৌশাম্বী কখনই নিজেদের সম্পর্কের সত্যতা স্বীকার করেনি। অন্যদিকে সহজ হয়নি আদৃত-সৌমীতৃষার সম্পর্ক।

    এরপর কৌশাম্বী ও আদৃতের সম্পর্ক যত গভীর হয়েছে এই দুজনের সঙ্গে ততটাই দূরত্ব বেড়েছে সৌমীতৃষার। শুরুতে যে কৌশাম্বীর সঙ্গে গলা জড়াজড়ি করে দেখা যেত সৌমীতৃষাকে তাঁদের মাঝে এখন আর হয়ত কথাটুকুও হয়না। শুধুমাত্র শুটিংয়েই যেটুকু দেখা হওয়া। তার বেশি আর আদৃত-কৌশাম্বীর সঙ্গে সম্পর্ক নেই সৌমীতৃষার। ভবিষ্যতেও যে এই সম্পর্ক জোড়া লাগবে তার তেমন কোন আশা নেই। এমনকি মিঠাই ধারাবাহিক শেষ হলে আর কোনদিনও আদৃত- সৌমীতৃষা অন্য কোনও ধারাবাহিকে জুটি বাঁধবেন কিনা তা নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে সংশয়। যদিও এই তিনজনের মধ্যে আবার‌ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফিরে আসুক এমনটাই চান ভক্তরা।

    Trending