Bangla Serial
Shakyo Modak: সিরিয়ালে উচ্ছে বাবুর ভয়ে লুকিয়ে দুষ্টুমি করলেও শাক্য বাস্তবে নাকি আরও দুষ্টু! প্রতিদিনই ঘটায় নানা হয়রান করা কাণ্ড! নাজেহাল হয়ে যায় ফ্লোরের সকলেই

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার ‘মিঠাই’। প্রায় দু বছর হতে চললো টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে এই সিরিয়াল। মাঝখানে টিআরপিতে ভাটা পড়লেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আর এই এতদিনের পথ চলায় একের পর এক নিত্যনতুন টুইস্ট এসেছে গল্পে। এই গল্পে প্রথম বড় টুইস্ট মিঠাইয়ের মৃত্যু। আর তারপর গল্পে শাক্যের এন্ট্রি গল্পকে এক নতুন রূপ দেয়। মিঠাই মারা যাওয়ার পর শাক্য আসায় প্রাণ ফিরে পেয়েছে দর্শকরা।
আর সেই ছেলে শাক্যকে সামলাতে সামলাতে নাকি নাজেহাল অবস্থা উচ্ছে বাবুর। ছেলে ভীষণই দুষ্টু হয়েছে আর সেটা শুধু সিরিয়ালে নয়। ছোট্ট খুদে এই শাক্যর চরিত্রে অভিনয় করছে ধৃতিষ্মান চক্রবর্তী যার বয়স মাত্র পাঁচ বছর। যেরূপ অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছে ‘মিঠাই’ ধারাবাহিককে, সেরূপ এই খুদেশিল্পী ঝুলিতে রয়েছে রেকর্ড। সবথেকে কম বয়সী বহুভাষী গায়ক হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে “রাষ্ট্রীয় বাল পুরস্কার”।
সকল দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে রেখেছে। খোদ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে পুরস্কৃত হয়েছে যে তার প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। ধৃতিষ্মান বাংলা, হিন্দি, ইংরেজি, অসমীয়া সহ আরো ৭-৮ টি ভিন্ন ভাষায় গান গাইতে পারে। সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল সে। মায়ের সঙ্গে সুন্দর সুন্দর গান গেয়ে প্রথম থেকেই বেশ জনপ্রিয় ছিল ধৃতিষ্মান। এবার তার অভিনয় তাকে আরও খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে।
যদিও তার এসকলের পিছনে রয়েছেন তার মা। তার মা সোনাম চক্রবর্তী জানান, ছোট থেকেই শাক্যের গানের প্রতি ভীষণ আগ্রহ। হাঁটতে শেখার আগেই তার মধ্যে তৈরি হয়েছিল গান শেখার আগ্রহ। আর তাই সে স্বপ্ন দেখে কিশোর কুমার, অরিজিৎ সিংএর মতোই বড়ো গায়ক হওয়ার। তবে এসব গুনের পাশাপাশি তার আরও একটা গুন্ রয়েছে। শাক্য দুষ্টুমিতেও সকলের থেকে এগিয়ে।
তার দুষ্টুমির কথা সে নিজেই স্বীকার করেছে। ধারাবাহিকে সে যেরূপ দুষ্টুমির অভিনয় করছে, বাস্তবে তার থেকেও বেশি দুষ্টুমি করে সে। এমনকি শুটিং চলাকালীনও দুষ্টুমির শেষ নেই। তার এই দুষ্টুমিতে নাজেহাল সকলেই। তবে এই মিষ্টি বাচ্ছার প্রতি রেগে থাকতে পারে না শুটিংয়ের কেউই। সে যেরূপ সকলকে ভালোবাসায় ভরিয়ে রাখে, সকলে সেরকমই ভালোবাসায় ভরিয়ে রাখে শাক্যকে।
-
Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!