Connect with us

Bangla Serial

‘দাদাগিরি’র ফিনালেতে মিঠাই! সৌরভ-ডোনার সঙ্গে নেচে ভাইরাল সৌমীতৃষা, দেখুন ভিডিও

Published

on

দেখতে দেখতে দীর্ঘ যাত্রাপথ শেষ হতে চলেছে ‘দাদাগিরি’র। আভাস আগেই দিয়ে দিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ‍্যায়।

শেষ পর্বের শুটিংয়ের কিছু ছবিও তিনি নিজে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর জানা গেছে ফিনালের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌরভ ও স্ত্রী ডোনার নাচ। পাশাপাশি বিশেষ পারফরম‍্যান্স করতে চলেছেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডুও। এই খবরে উচ্ছসিত তাঁর ভক্তরাও।

‘দাদাগিরি’র পরিচালক ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলার প্রায় সব শিল্পীদেরই আনা হবে এই স্টেজে। তালিকায় স্থান পেয়েছেন বাংলায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমীতৃষা যা অত্যন্ত গর্বের।

দাদাগিরির এক্কেবারে প্রথম দিকের অংশগ্রহণও করেছিল ‘মিঠাই’ পরিবার। মনোহরার হাঁড়ি নিয়ে হাজির হয়েছিলেন মুখ্য চরিত্রে অভিনয় করা সৌমীতৃষা। সেটা ছিল নতুন সিজনের শুরু। এবার আবার অন্তিম পর্বে তিনি থাকবেন। সেই সঙ্গে হবে জমিয়ে নাচ।

ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে এমন একটি ভিডিও যেখানে সৌরভ ও ডোনার সঙ্গে নাকচ করতে দেখা গেলো ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডুকেও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

শুধু তাই নয়, সৌমী নিজের একটি লুকের ছবি পোস্ট করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। গোলাপি ও সোনালি জমকালো টপ আর স্কার্ট পরে দাদাগিরির মঞ্চ আলোকিত করতে দেখা যাবে সৌমীকে। সঙ্গে গলায় মানানসই হার আর কপালে একটি বড়সড় মাঙ্গটিকা রয়েছে। মিঠাইয়ের সাজ একেবারে পাল্টে গেছে এখানে। যে কারণে সেটা আরও বেশি অবাক করেছে তাঁর ভক্তদের। এই দিনের অপেক্ষায় এখন “মিঠাই”প্রেমীরা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending