Connect with us

    Bangla Serial

    Serial End: দুঃসংবাদ! বন্ধ হ‌ওয়ার মুখে সবচেয়ে হিট সিরিয়াল! রিপ্লেস করছে আরেক নতুন গল্প! মূল নায়িকা কে?

    Published

    on

    বাংলা বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম টেলিভিশন এবং সেই টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে মিঠাই (Mithai)। বিগত দু’বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জোগাচ্ছে ধারাবাহিক মিঠাই। বর্তমানে টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম পুরনো ধারাবাহিক হলো মিঠাই। উচ্ছে বাবু ও মিঠাইয়ের প্রেমের রসায়নে দীর্ঘদিন বুঁদ ছিল বাঙালি দর্শক। একটা সময় এই ধারাবাহিককে প্রথম স্থান থেকে সরানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল বাংলা টেলিভিশনে (Bengali Television) চলা অন্যান্য ধারাবাহিক গুলির পক্ষে। সেই সময় টিআরপি তালিকায় কার্যত রাজত্ব করত জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক।

    এরপর স্টার জলসায় শুরু হওয়া ধারাবাহিক গাঁটছড়া এসে সিংহাসনচ্যূত করে মিঠাইকে। এখন সমগ্র টিআরপি তালিকায় অনেকটা পিছিয়ে পড়লেও এখনও স্লট লিডার মিঠাই। ধারাবাহিক বন্ধের গুঞ্জনের মাঝেই জলসার ‘বালিঝড়’ ধারাবাহিককে হেলায় হারিয়ে ৫.৯ রেটিং পয়েন্ট নিয়ে স্লট লিডার সবার প্রিয় মিঠাই রানী। টিআরপির এই লড়াইয়ে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের ‘বালিঝড়’কে নাগাড়ে হারাচ্ছে মিঠাই।

    কিন্তু এত সফলতার মাঝেই গুঞ্জন রটেছে, যে নতুনকে জায়গা করে দিতে নাকি শেষের পথে মিঠাই ধারাবাহিক। আগামী ২৩ শে মার্চ নাকি শেষ হয়ে যাবে পর্ব। মিঠাই শেষের খবরের দুঃখিত, আবেগ তাড়িত ভক্তরা। আসলে কোথাও গিয়ে এই ধারাবাহিক বাঙালি দর্শকদের পরিবারের অংশ হয়ে উঠেছিল। যদিও এখনও সবটাই গুঞ্জন।

    কিন্তু প্রাপ্ত সূত্র বলছে, মিঠাইকে সরিয়ে আসছেন টেলিভিশনের এক পুরনো অভিনেত্রী। জি বাংলায় শুরু হতে চলেছে এক নতুন ধারাবাহিক। আর এই ধারাবাহিকে লিড চরিত্রে ফিরছেন অভিনেত্রী নেহা আমনদীপ। জানা গেছে, খুব শীঘ্রই জি বাংলার নতুন একটি ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নেহাকে। আর সেই ধারাবাহিকের নাম ‘ফুলকি।’ মিঠাইকে সরিয়ে আসছে এই ধারাবাহিক। তীব্র মানসিক অবসাদকে কাটিয়ে ফিরছেন নেহা। উল্লেখ্য, জি বাংলায় সম্প্রচারিত দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে এসে নেহা জানিয়েছিলেন, একটা সময় প্রচন্ড মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও এসেছিল তাঁর মাথায়। সেই অবস্থা কাটিয়ে ফের কাজে ফিরছেন তিনি।

    বিভিন্ন পুজো-পার্বণ, আচার অনুষ্ঠান করার পর অবশেষে অবসাদ কাটিয়ে ওঠেন তিনি। উল্লেখ্য, এই অভিনেত্রী ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করে অত্যন্ত জনপ্রিয়তা পান। এরপর ‘কনে বউ’ ধারাবাহিকে বেশ কিছুদিন কাজ করেছিলেন তিনি। কিন্তু তারপর আর তাঁকে সেই অর্থে অন্য‌ কোনও ধারাবাহিকে দেখা যায়নি। আর এবার বেশ কয়েক বছর পর নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন তিনি। তাঁর আগমনের খবরে খুশি তাঁর ভক্তরা। এক‌ইসঙ্গে ‘মিঠাই’ বন্ধের খবরে তীব্র কষ্ট পাচ্ছেন তাঁর ভক্তরা। তবে এই খবরে কতটা সত্যতা আছে তা জানা যায়নি‌।

    Trending