Connect with us

Bangla Serial

Khelna Bari Actress: ছোটবেলায় হারিয়েছেন বাবাকে, নিজের বাড়িতেই খেয়েছেন ঘাড় ধাক্কা! হাসিখুশি ‘খেলনা বাড়ি’র কলির বাস্তব অনেক কঠিন! মায়ের সঙ্গে জীবনযুদ্ধের লড়াইয়ের কাহিনী পড়লে কেঁদে ফেলবেন

Published

on

দিনের পর দিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কবে যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন, তা বোঝা দায়। শুধুই নায়ক নায়িকা নয় পছন্দের লিস্টে থাকে একাধিক পার্শ্ব চরিত্র গুলিও।দর্শকরা এখন অভিনয়ের দক্ষতা দিয়ে বিচার করতে শিখে গেছেন। তাই অনেক ছোট চরিত্রও বিশাল জনপ্রিয় হয়ে ওঠে।

এরমই একজন দুর্দান্ত অভিনয় গুণে সফল পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী। দেখতেও যেমন সুন্দরী তেমনি আছে অসাধারণ অভিনয় দক্ষতা। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে। নায়িকা মিতুলের পিসতুতো ননদ কলি দিদির চরিত্রে অভিনয় করছেন অস্মিতা।

স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অস্মিতা। মাত্র ২৪ বছর বয়সী এই অভিনেত্রী সর্বদাই হাসিখুশি থাকেন। তবে তাঁর বাস্তব জীবনের পেছনে রয়েছে এক কঠিন লড়াই। অস্মিতার মা পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। খুব ছোট বয়সেই হারিয়েছিলেন নিজের বাবাকে, এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর বাবার। আর তারপর থেকেই শুরু সেই লড়াই।

বাবা মারা যাওয়ার পর পৈতৃক বাড়িতে তাদের ঠাঁই হয়নি। অসহায় অভিনেত্রীর মা তাকে নিয়ে উঠেছিলেন মামারবাড়িতে। কিন্তু সেখানেও একইভাবে জায়গা হয়নি তাদের। শুরু হয় ছোট্ট অস্মিতাকে নিয়ে তাঁর মায়ের এক কঠিন লড়াই।

 

ছোট থেকেই খুব কষ্ট করেই বড় হয়েছেন অভিনেত্রী। সব ঝড় ঝাপ্টা সামলে অস্মিতাকে একা হাতে বড় করেছেন। সেই অস্মিতা অভিনয় করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই এখন আগলে রেখেছেন মা’কে।

Trending