Connect with us

  Bangla Serial

  Actress Comeback: বহুদিন পর আবার ভিলেন! এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় এই নায়িকা! নেগেটিভ চরিত্রকে সাবলীলভাবে ফুটিয়ে তোলার দক্ষতা তার রন্ধ্রে রন্ধ্রে

  Published

  on

  godhuli alap, negative carecter, serial, star jalsha, kiranmala, chaitali chakraborti, গোধূলি আলাপ, ধারাবাহিক, স্টার জলসা, চৈতালি চক্রবর্তী, নান্দীকার, কিরণমালা

  টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। আর সেই লিস্টে নাম লিখিয়েছিল ‘গোধূলি আলাপ’ও। যদিও এখনোও সেটি বন্ধ হয়নি। গত বছর মার্চ মাসে শুরু হয়েছিল ‘গোধূলি আলাপ’। বহুবার গুঞ্জন উঠেছে, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। ‘গোধূলি আলাপ’-র মাধ্যমেই দীর্ঘ ১২ বছর পর ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা কৌশিক সেন।

  নবাগতা সোমু সরকারের সঙ্গে তিনি জুটি বেঁধেছেন এই ধারাবাহিকে। এছাড়াও ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহাগ সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, রোশনী ভট্টাচার্য সহ আরও অনেকে। এই সিরিয়ালটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী। তাঁর তত্ত্বাবধানে এবং দীপ্তর পরিচালনায় এসেছে এই ধারাবাহিক।

  ধারাবাহিকের মাধ্যমে অসমবয়সী প্রেমের গল্পই ফুটে উঠছে পর্দায়। মাঝবয়সী অ্যাডভোকেট অরিন্দম আর অল্পবয়সী নোলক, ভাগ্যের পরিহাসে কীভাবে সাত পাকে বাঁধা পড়ে এবং তাদের জীবন এগোতে থাকে, তা নিয়েই মূল গল্প। এবার এই গল্পে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা। যিনি এর আগে বহু ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন।

  বেশিরভাগ সময়ে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে। তিনি হলেন চৈতালি চক্রবর্তী। ‘জন্মভূমি’ থেকে ‘কিরণমালা’ একাধিক জনপ্রিয় সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখেছে দর্শক। নেগেটিভ চরিত্রকে এত সাবলীলভাবে ফুটিয়ে তোলবার দক্ষতা খুব কম অভিনেত্রীর মধ্যেই রয়েছে। যদিও এখনও জানা যায়নি, তিনি ‘গোধূলি আলাপ’এ কোন চরিত্রে আসতে চলেছেন চৈতালি।

  তবে এই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। তিনি যে কোনও নেগেটিভ চরিত্রেই আসবেন, এ বিষয়ে যদিও সন্দেহ নেই। বিখ্যাত নাট্যদল ‘নান্দীকার’-এর সদস্য তিনি। শুধু তিনি নন, তাঁর গোটা পরিবার ছিলেন সেই দলের সদস্য। ছোট থেকেই রিহার্সাল, গ্রিন রুম, নাটক- এই সব শব্দ শুনেই বড় হয়ে ওঠা তাঁর। উক্ত ধারাবাহিকে তাঁর আসার খবর শুনে বেশ খুশি হয়েছেন নেটিজনেরা।

  Trending