Bangla Serial

পিছিয়ে পড়লো মিঠাই! ফুলঝুরির থেকেও বেশি ন্যাকামি করায় ঠাঁই পেল না টিআরপি লিস্টের প্রথমে, ক্ষেপে আগুন দর্শকরা

আজকাল সন্ধ্যে হলেই আমরা সকলে টিভির সামনে বাংলা চ্যানেলগুলি খুলে বসে পড়ি। তারপর একের পর এক রিমোট নিয়ে সিরিয়াল দেখতে থাকা। তাই মানুষের বিনোদনের চাহিদা বাড়ার ফলে এখন প্রতিদিন নতুন নতুন ধারাবাহিক আসছে বাংলা চ্যানেলগুলোতে। আর তাই নিজের স্থান ধরে রাখতে হাড্ডাহাড্ডি টক্কর হয় এই ধারাবাহিকগুলির মধ্যে। কারণ সপ্তাহের শেষে টিআরপি লিস্ট দেয় আসল উপহার।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক মিঠাই বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থানে রয়েছে। কিন্তু সম্প্রতি যে তালিকা এলো তাতে চক্ষু ছানাবড়া দর্শকদের। কারণ আগের সপ্তাহের তালিকা অনুযায়ী মিঠাইয়ের সঙ্গে টপার হিসেবে উঠে আসে আর এক জনপ্রিয় ধারাবাহিক আলতা ফড়িং।

তবে এরই মাঝে সামনে এলো এই সপ্তাহের টিআরপি লিস্ট। আর তাতে দেখা গেল ধরাশায়ী মিঠাই। প্রথম বা দ্বিতীয় নয়, একেবারে তৃতীয় স্থানে নেমে গেছে মিঠাই (৭.৮)। শীর্ষস্থানে রয়েছে ধুলোকণা (৮.০) আর তারপর রয়েছে গাঁটছড়া (৭.৯)।

চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং (৭.৭)। অর্থাৎ এই সপ্তাহেও মিঠাই এবং আলতা ফড়িং একে অপরকে জোরদার টক্কর দিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে গৌরী এলো।

তারপর যথাক্রমে লক্ষ্মী কাকিমা, মন ফাগুন, অনুরাগের ছোঁয়া, উমা, এই পথ যদি না শেষ হয় এবং আয় তবে সহচরী। যদিও দর্শকরা মনে করেন টিআরপি লিস্ট দিয়ে জনপ্রিয়তার বিচার হয় না।তাদের বিশ্বাস সেটা হয় ধারাবাহিকের বিষয়বস্তু এবং চরিত্রগুলিকে ফুটিয়ে তোলা নায়ক-নায়িকাদের অভিনয়ের মাধ্যমে।

Piya Chanda