Bangla Serial

TRP: আবার দ্বিতীয় স্থান পেল জগদ্ধাত্রী! কিন্তু খারাপ খবর!দিনে দিনে বেঙ্গল টপারের থেকে অনেকটাই পিছিয়ে পড়ছে জগদ্ধাত্রী, আশঙ্কার মেঘ ঘনাচ্ছে

প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা। এই তালিকা অনুসারে প্রতি সপ্তাহে কোন ধারাবাহিক বাংলার দর্শকের মন জয় করতে সক্ষম হলো সেটি বোঝা যায়। আর নতুন বছর পরতেই ঠিক যেমনটা দেখা গিয়েছিল এই সপ্তাহেও ফল কিছুটা এক রকম। বাংলা টেলিভিশনের প্রত্যেকটি ধারাবাহিককে টপকে এবারও বেঙ্গল টপার স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।

‘অনুরাগের ছোঁয়া’ পরপর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে। প্রথম থেকেই সূর্য দীপার রসায়ন দর্শকের কাছে প্রিয় কিন্তু তারপরে তাদের দুই যমজ মেয়ে সোনা রুপা আসার পর সেই জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। তাই এখন প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থানে দেখা যায় এই ধারাবাহিককে। এই সপ্তাহের অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৯.২।

তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। শুরুর প্রথম থেকেই সাংসারিক কুটকচালি থেকে দূরে ডিটেকটিভ এই গল্প দর্শকের মনে আলাদা জায়গা করেছে। প্রথমে অবশ্য টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করলেও বর্তমানে বেশ কয়েক সপ্তাহ ধরে তার জায়গা রয়েছে দ্বিতীয় স্থানে। অনুরাগের ছোঁয়ার পরে রয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি। জগদ্ধাত্রীর প্রাপ্ত নম্বর ৮.৭। অনুরাগের ছোঁয়া থেকে বেশ অনেকটাই নম্বরের দিক থেকে পিছিয়ে রয়েছে জগদ্ধাত্রী।

নতুন বছর পরার সাথে সাথেই জি বাংলা এবং স্টার জলসার এই দুই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। তাদেরকে না কেউ টপকাতে পারছে না কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। কিন্তু প্রথমে থাকলেও পয়েন্টে কিন্তু দিনে দিনে অনেকটাই ফারাক বোঝা যাচ্ছে। যেমন প্রতি সপ্তাহতেই ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’র টিআরপি পয়েন্টের মধ্যে বেড়ে চলেছে অন্তর। অনুরাগের ছোঁয়া বেঙ্গল টপার হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় জগদ্ধাত্রী সঙ্গে অন্তর অনেকটাই বেড়ে গেছে।

তাই বোঝা যাচ্ছে দিনে দিনে ‘জগদ্ধাত্রী’র পারফরম্যান্স খারাপ হচ্ছে। যতই সে দ্বিতীয় স্থান অধিকার করে থাকুক না কেন বেঙ্গল টপার থেকে দ্বিতীয় স্থান অধিকার করা জগদ্ধাত্রীর নম্বর অনেকটাই কমে গেছে। তবে কী জগদ্ধাত্রী ভক্তদের আশা যে সে আবার বেঙ্গল টপার হবে সেটা যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে! তা পরবর্তী দিনেই জানা যাবে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• অনুরাগে ছোঁয়া ৯.২

২য় •• জগদ্ধাত্রী ৮.৭

৩য় •• গৌরী এলো ৮.৪

৪র্থ •• খেলনা বাড়ি ৮.৩

৫ম •• নিম ফুলের মধু ৭.৮

Mouli Ghosh