Connect with us

Bangla Serial

TRP: টিআরপিতে অস্বাভাবিক ফল! আজ জি বাংলার জয়জয়কার! ধরাশায়ী স্টার জলসা, দেখুন ওলোট পালোট করা রেজাল্ট

Published

on

প্রতি সপ্তাহে এই একটা দিন আসলেই বাংলা সিরিয়ালের দর্শকদের বুক ধুকপুকানি শুরু হয়ে যায় কারণ এই দিনেই বোঝা যায় কোন সিরিয়াল কোথায় দাঁড়িয়ে আছে। সেই নিরিখে আজ বৃহস্পতিবার এলো টিআরপি রেজাল্ট।

স্বাভাবিকভাবেই দর্শকদের চিন্তা বেড়ে যাচ্ছে কারণ বাংলা সিরিয়ালের দুনিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। একের পর এক নতুন নতুন সিরিয়াল আসছে এবং পুরনো সিরিয়ালগুলো হঠাৎ করে বন্ধ হচ্ছে কিংবা সম্প্রচারিত হওয়ার সময় পাল্টে যাচ্ছে। এতে পুরনোগুলোর জন্যে একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে।

তবে এই সপ্তাহের ফলাফল আরো বেশি চিন্তা বাড়িয়ে দিলো স্টার জলসার। কারণ টিআরপি জুড়ে শুধুই জি বাংলা রয়েছে। পরপর চারটে ধারাবাহিক রয়েছে জি বাংলা থেকে সেখানে মাত্র একটা ধারাবাহিক স্থান পেয়েছে টিআরপিতে সেরার তালিকায়। ফলে নতুন চিন্তা জলসার।

লিস্ট থেকে দেখতে গেলে তালিকায় প্রথম স্থান পেল অনুরাগের ছোঁয়া। পরপর কয়েক সপ্তাহ ধরে এই সিরিয়াল প্রথমে রয়েছে। এরপর যথাক্রমে জগদ্ধাত্রী, খেলনা বাড়ি, গৌরী এলো এবং নিম ফুলের মধু যুগ্মভাবে রয়েছে আর সর্বশেষ স্থানে রাঙা বউ। দেখতে গেলে এবার রাঙা বউ এগিয়ে এলো অবাক করে দিয়ে।

এক নজরে দেখে নিন আজকের তালিকা:

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৭
২য় •• জগদ্ধাত্রী ৮.০
৩য় •• খেলনা বাড়ি ৭.৫
৪র্থ •• গৌরী এলো / নিম ফুলের মধু ৭.৩
৫ম •• রাঙা বউ ৬.৭

Trending