Connect with us

Bangla Serial

Studio on Fire: রবিবারে কেলেঙ্কারি! বন্ধ হয়ে গেলো দুই প্রধান চ্যানেলের মেগা সিরিয়াল…কাঁদছে টলিপাড়া

Published

on

রবিবার ভোরবেলা দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে আগুন লাগল। টালিগঞ্জের NT 1 স্টুডিওতে লাগলো ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেলো একাংশ। ভয়ে ৩ বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় বিধায়কের দাবি।

স্থানীয়রা জানায় যে এদিক ভোর ৫টা নাগাদ স্টুডিওর সেট রাখার জায়গায় এই আগুন লাগে। বাঁশ, কাঠ, প্লাইউডের মতো দাহ্যপদার্থ থাকায় আগুন লাগে বলে অনুমান। অবশেষে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন এলো নিয়ন্ত্রণে।

খারাপ খবর এটাই যে সেটের বেশ কিছু জিনিস সম্পূর্ণ পুড়ে গেছে। এখানে ফিল্ম এবং সিরিয়ালের জন্যে ব্যবহৃত যেইসব আসবাবপত্র ছিল সব শেষ হয়ে গেছে আগুনে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।

এর পাশাপাশি এই মুহূর্তে এই স্টুডিওতে শুটিং চলছিল দুটি প্রধান সারির চ্যানেলের সিরিয়ালের। সান বাংলা এবং কালার্স বাংলার দুটি হিট সিরিয়ালের শুট হতো এখানেই। সান বাংলার নয়নতারা এবং কালার্স বাংলার টুম্পা অটোওয়ালির শুটিং হতো এখানে, এমনটাই জানা গেছে। হঠাৎ করে এই দুর্ঘটনায় সেই শুটিং কিছুটা হলেও ব্যাহত হয়েছে।

Dona Bhowmik bags the lead role in 'Tumpa Autowali' - Times of India

Trending