Bangla Serial

Bangla Medium: জনপ্রিয় এই সিরিয়ালকে বন্ধ করে নীল-তিয়াসার “বাংলা মিডিয়াম” আসছে আগামী মাসেই! কবে থেকে কোন স্লটে শুরু হচ্ছে সিরিয়াল?

এক বছর আগে থেকে শোনা গিয়েছিল নতুন রূপে ফিরতে চলেছেন নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা। নিখিল-শ্যামা জুটি হিসেবে টেলিভিশনে অত্যাধিক জনপ্রিয়তা লাভ করেছিলেন এই দুজনে। কৃষ্ণকলি সিরিয়াল থেকে দুজনের একসঙ্গে যাত্রা শুরু হয়েছিল।

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে জি বাংলার পর্দায় জলা কৃষ্ণকলি শেষ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই দর্শকরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল এবং তাদের অপেক্ষা ছিল আবার কবে এই দুজনকে একসঙ্গে দেখা যাবে কারণ দুজনের ওই জুটি প্রথমবারের জন্যে হলেও পর্দায় দারুন ম্যাজিক সৃষ্টি করেছিল।

এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করছে দর্শকরা। এবার জি বাংলাতে নয়, তাদের এই নতুন সিরিয়াল আসছে স্টার জলসায় যার নাম বাংলা মিডিয়াম। ইংরেজি মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের লড়াই যা বর্তমান সময় শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটাই এখানে তুলে ধরা হবে। তিয়াসা এক গ্রামের মেয়ে যে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের পড়ায় আর বড় চাকরির জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে শহরের এক নামিদামি ইংরেজি মাধ্যম স্কুলে বিজ্ঞান পড়ানোর চাকরি পায় সে। এদিকে সেই স্কুলেই আবার নায়ক অর্থাৎ নীল হলো কর্ণধার। সে এবং তার দিদি মিলে এই প্রতিষ্ঠানকে দেশের সবথেকে বড় ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে গড়ে তুলেছে। দিদির ভূমিকায় দীর্ঘদিন পর ছোটপর্দায় কাম ব্যাক করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী।

প্রোমো যখন এসে গিয়েছে তখন নিশ্চিতভাবেই ধারাবাহিকের শুটিং যে শুরু হয়ে গেছে সেটা বলাই যায়। এবার জানা যাক কবে থেকে ধারাবাহিক শুরু হচ্ছে? নভেম্বর মাস থেকেই টেলিভিশনের পর্দায় এই জুটি আসছে। ৭ ই নভেম্বর, ১৪ই নভেম্বর বড়জোর ২১শে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দর্শকদের।

এর পাশাপাশি একটি খারাপ খবর রয়েছে কারণ এর জন্য একটি ধারাবাহিক বন্ধ হওয়ার অনুমান করা হচ্ছে। সন্ধ্যে ৬.৩০ টায় ‘সাহেবের চিঠি’ অথবা রাত ৮.৩০টায় ‘মাধবীলতা’কে সরিয়ে বাংলা মিডিয়াম আসতে পারে এমনটাই আন্দাজ করছে দর্শকরা। কারণ এই দুই ধারাবাহিকের টিআরপি আপাতত খুব খারাপ।

Titli Bhattacharya