Bangla Serial

Slot Change: আজ থেকে জি বাংলায় পাল্টে গেল সিরিয়ালের সম্প্রচারের সময়! নতুন সময়সূচি না পড়লে পস্তাবেন

যে ধারাবাহিকের টিআরপি যত ভালো, সেই ধারাবাহিক তত বেশি স্থায়ী। টিআরপির অভাবেই তাই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ধারাবাহিক। আগে যেখানে ধারাবাহিকগুলো চলত বছরের পর বছর। কিন্তু এখন ধারাবাহিকগুলো কিছু মাসের মধ্যেই ইতি টানছে। অপেক্ষায় বসে রয়েছে কিছু নতুন ধারাবাহিক।

যেহেতু দর্শক নতুন ধারাবাহিক দেখতে বেশ আগ্রহী হয়ে থাকে। তাই সর্বদা টিআরপির দিকে নজর দেয় চ্যানেল। যে ধারাবাহিকের টিআরপি কম, সেই ধারবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাই এখন সিরিয়াল গুলিও টিআরপির দিকে বিশেষ নজর রাখছেন। টিআরপি বাড়াতে একের পর এক টুইস্ট আনছে ধারাবাহিকে।

বর্তমানে টিআরপির অভাবে বেশ কিছু ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছে আবার কিছু ধারাবাহিকের স্লট কেড়ে নিয়েছে নতুন ধারাবাহিক। ফলে বেশকিছু ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। ৩রা এপ্রিল থেকে জি বাংলার প্রতিটি ধারাবাহিকের স্লট নতুন করে প্রকাশ করা হল-

ভূতু – 9:00 AM
বাটুল দ্যা গ্রেট – 9:30 AM
কৃষ্ণকলি – 10:30 AM
ঘরে ঘরে জি বাংলা – 2:30 PM
তোমার খোলা হাওয়া – 3:00 PM, 1:00 AM
দিদি নাম্বার ওয়ান – 5:00 PM
মিঠাই – 6:00 PM, 12:30 AM, 2:10 AM, 8:00 AM, 10:00 AM, 2:00 PM
খেলনা বাড়ি – 6:30 PM, 3:21 AM, 8:30 AM, 1:00 PM
জগদ্ধাত্রী – 7:00 PM, 11:30 PM, 2:34 AM, 6:00 AM, 11:30 AM, 3:30 PM
গৌরি এলো – 7:30 PM, 1:47 AM, 4:31 AM, 7:00 AM
নিম ফুলের মধু – 8:00 PM, 12:00 AM, 2:57 AM, 7:30 AM, 1:30 PM
রাঙা বউ – 8:30 PM, 4:08 AM, 4:00 PM
সোহাগ জল – 9:00 PM
মুকুট – 9:30 PM, 4:30 PM
ইচ্ছে পুতুল – 10:00 PM, 3:44 AM, 6:30 AM, 12:30 PM
মন দিতে চাই – 10:30 PM, 1:23 AM, 12:00 PM
শ্রী কৃষ্ণ লীলা – 11:00 PM
দিদি নাম্বার ওয়ান – 8:30 PM (রবিবার)
ডান্স বাংলা ডান্স – 9:30 PM (শনি, রবি)

Pabitra