Bangla Serial

Slot Change: কাল থেকেই বদলে গেছে জি বাংলার টাইম স্লট! ওমা আপনি জানেন না? চটপট দেখে নিন নইলে সব মিস

জীবনের অপর নাম জি বাংলা (Zee Bangla)।এমনটাই বলে থাকে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ‌। আর এই কথা সার্থকও বটে। বাঙালি মা- কাকিমাদের সন্ধ্যে জমিয়ে দেয় এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকগুলি (Serials) অব্যর্থ, তাঁদের একঘেয়ে সন্ধ্যেগুলো রাঙিয়ে দিয়ে যায় যে ধারাবাহিকগুলো তা জীবন বদলের‌ই নামান্তর। বর্তমানে বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম হল ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের ভিড়ে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনে বেশি করে জায়গা করে নেয়।

আসলে বর্তমান সমাজে বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদনের মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর টিআরপি তালিকায় ভালো পারফর্মেন্স তো দেখাতেই হবে। তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাঙালির সিরিয়াল প্রেম।

আর এবার জি বাংলার টাইম স্লটে আসতে চলেছে বড় পরিবর্তন। বদলাতে চলেছে একাধিক ধারাবাহিকের টাইম স্লট বদলে যাবে। সোহাগ জল, তোমার খোলা হাওয়া, মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। একইসঙ্গে ২৭শে মার্চ থেকে জি বাংলার সময়সূচিতে বেশকিছু রদবদল এসেছে।

parna mithai jui

চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল ২৭ শে মার্চ থেকে বিকেল সাড়ে চারটের সময় সম্প্রচারিত ‘ঘরে ঘরে জি বাংলা’ শোয়ের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে। এবার দুপুর আড়াইটা থেকে সম্প্রচারিত হবে জি বাংলার নতুন এই গেম শো। জানা গেছে, বিকেল পাঁচটার সময় সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান। ছয়টা থেকে সম্প্রচারিত হবে মিঠাই। সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হবে খেলনা বাড়ি এবং সন্ধ্যা সাতটা থেকে আগের মতই সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী।

এরপর সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে ধারাবাহিক গৌরী এলো, রাত আটটার সময় সম্প্রচারিত হবে ধারাবাহিক নিম ফুলের মধু এবং রাত সাড়ে আটটায় রাঙা বউ একই স্লটে চলবে। তবে সময় বদলেছে রাত ন’টা থেকে। জি বাংলার ওই টাইম স্লটে পরিবর্তন এসেছে। কারণ ২৭ শে মার্চ থেকে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। এই ধারাবাহিকটির সম্প্রচারের সময় নির্ধারিত হয়েছে রাত সাড়ে নটা থেকে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জি বাংলার সমগ্র ধারাবাহিকের টেলিকাস্ট হ‌ওয়ার সময়সূচি-

ভূতু : 9:00 AM
বাঁটুল দ্যা গ্রেট : 9:30 AM
কৃষ্ণকলি : 10:30 AM
ঘরে ঘরে জি বাংলা : 2:30 PM
তোমার খোলা হাওয়া : 3:00 PM, 1:00 AM
দিদি নাম্বার ওয়ান : 5:00 PM
মিঠাই : 6:00 PM, 12:30 AM, 2:10 AM, 8:00 AM, 10:00 AM, 2:00 PM
খেলনা বাড়ি : 6:30 PM, 3:21 AM, 8:30 AM, 1:00 PM
জগদ্ধাত্রী : 7:00 PM, 11:30 PM, 2:34 AM, 6:00 AM, 11:30 AM, 3:30 PM
গৌরি এলো : 7:30 PM, 1:47 AM, 4:31 AM, 7:00 AM
নিম ফুলের মধু : 8:00 PM, 12:00 AM, 2:57 AM, 7:30 AM, 1:30 PM
রাঙা বউ : 8:30 PM, 4:08 AM, 4:00 PM
সোহাগ জল : 9:00 PM
মুকুট : 9:30 PM
ইচ্ছে পুতুল : 10:00 PM, 3:44 AM, 6:30 AM, 12:30 PM, 4:30 PM
মন দিতে চাই : 10:30 PM, 1:23 AM, 12:00 PM
শ্রী কৃষ্ণ লীলা : 11:00 PM
দিদি নাম্বার ওয়ান : 8:30 PM (রবিবার)
সারেগামাপা : 9:30 PM (শনি, রবি)

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।