Bangla Serial

Slot Change: তথৈবচ দশা এই ধারাবাহিকের! বাধ্য হয়ে ফের বদলাতে চলেছে জি বাংলার টাইম স্লট! দেখে নিন তালিকা নইলে পস্তাবেন

জি বাংলা চ্যানেলের ট্যাগলাইন হচ্ছে ‘জীবনের অপর নাম জি বাংলা'(Zee Bangla)। কথাটা একপ্রকার সত্য বটে। বাঙালি মা- কাকিমাদের সন্ধ্যে জমিয়ে দেয় এই চ্যানেলের বিভিন্ন ধারাবাহিকগুলি(Serials) অব্যর্থ, তাঁদের একঘেয়ে সন্ধ্যেগুলো রাঙিয়ে দিয়ে যায় যে ধারাবাহিকগুলো তা জীবন বদলেরই নামান্তর বলেন দর্শকরা। বর্তমানে বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম হল ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের ভিড়ে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের মনে বেশি করে জায়গা করে নেয়।

আসলে বর্তমান সমাজে বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদনের মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। বহু ধারাবাহিকের ভিড়ে এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে। আর টিআরপি তালিকায় ভালো পারফরম্যান্স তো দেখাতেই হবে। তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল।

Sohagjol TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

আর এবার জি বাংলার টাইম স্লটে আসতে চলেছে বড় পরিবর্তন। বদলেছে একাধিক ধারাবাহিকের টাইম স্লট বদলে যাবে। সোহাগ জল, তোমার খোলা হাওয়া, মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। অন্যান্য ধারাবাহিক গুলির তুলনায় ধারাবাহিক ‘সোহাগ জল’-এর অবস্থা ভীষণই নড়বড়ে। কিছুদিন আগেই স্লট বদল হয়েছে এই ধারাবাহিকের। রাত ৯টার স্লটে এখন দেখানো হয় এই ধারাবাহিক। আর ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিককে পাঠিয়ে দেওয়া হয়েছে দুপুরের স্লটে। কিন্তু দর্শক বলছেন, ‘সোহাগ জল ৫.২ টিআরপি নিয়ে স্লটহারা এবার হয়েছে শান্তি এর থেকে রাত ন’টায় তোমার খোলা হাওয়াকে দিত তাহলে স্লটলিড করতে পারতো!’ এবার দেখার ফের রদবদল হয় কিনা এই দুই ধারাবাহিকের।

২৭শে মার্চ থেকে জি বাংলার সময়সূচিতে বেশকিছু রদবদল এসেছে।চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছিল ২৭ শে মার্চ থেকে বিকেল সাড়ে চারটের সময় সম্প্রচারিত ‘ঘরে ঘরে জি বাংলা’ শোয়ের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে। এবার দুপুর আড়াইটা থেকে সম্প্রচারিত হবে জি বাংলার নতুন এই গেম শো। জানা গেছে, বিকেল পাঁচটার সময় সম্প্রচারিত হচ্ছে দিদি নাম্বার ওয়ান। ছয়টা থেকে সম্প্রচারিত হবে মিঠাই। সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হবে খেলনা বাড়ি এবং সন্ধ্যা সাতটা থেকে আগের মতই সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী।

চোখদুটো টানা টানা, শাড়ি পরেই গুন্ডা ঠ‍্যাঙায়! 'জগদ্ধাত্রী'র আসল পরিচয়  জানলে চমকে যাবেন!- Bangla News

এরপর সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে ধারাবাহিক গৌরী এলো, রাত আটটার সময় সম্প্রচারিত হবে ধারাবাহিক নিম ফুলের মধু এবং রাত সাড়ে আটটায় রাঙা বউ একই স্লটে চলবে। তবে সময় বদলেছে রাত ন’টা থেকে। জি বাংলার ওই টাইম স্লটে পরিবর্তন এসেছে। কারণ ২৭ শে মার্চ থেকে সম্প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক ‘মুকুট’। এই ধারাবাহিকটির সম্প্রচারের সময় নির্ধারিত হয়েছে রাত সাড়ে নটা থেকে।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জি বাংলার সমগ্র ধারাবাহিকের টেলিকাস্ট হওয়ার সময়সূচি-

ভূতু : 9:00 AM
বাঁটুল দ্যা গ্রেট : 9:30 AM
কৃষ্ণকলি : 10:30 AM
ঘরে ঘরে জি বাংলা : 2:30 PM
তোমার খোলা হাওয়া : 3:00 PM, 1:00 AM
দিদি নাম্বার ওয়ান : 5:00 PM
মিঠাই : 6:00 PM, 12:30 AM, 2:10 AM, 8:00 AM, 10:00 AM, 2:00 PM
খেলনা বাড়ি : 6:30 PM, 3:21 AM, 8:30 AM, 1:00 PM
জগদ্ধাত্রী : 7:00 PM, 11:30 PM, 2:34 AM, 6:00 AM, 11:30 AM, 3:30 PM
গৌরি এলো : 7:30 PM, 1:47 AM, 4:31 AM, 7:00 AM
নিম ফুলের মধু : 8:00 PM, 12:00 AM, 2:57 AM, 7:30 AM, 1:30 PM
রাঙা বউ : 8:30 PM, 4:08 AM, 4:00 PM
সোহাগ জল : 9:00 PM
মুকুট : 9:30 PM
ইচ্ছে পুতুল : 10:00 PM, 3:44 AM, 6:30 AM, 12:30 PM, 4:30 PM
মন দিতে চাই : 10:30 PM, 1:23 AM, 12:00 PM
শ্রী কৃষ্ণ লীলা : 11:00 PM
দিদি নাম্বার ওয়ান : 8:30 PM (রবিবার)
সারেগামাপা : 9:30 PM (শনি,রবি)

Titli Bhattacharya