Bangla Serial
Sonar Songsar Award: প্রেডিকশনের সঙ্গে হুবহু মিলে গেল তালিকা! কে হল প্রিয়, কে পিছিয়ে গেল একটুর জন্য? সোনার সংসারের বিজয়ীদের তালিকা এক ঝলকে

বছরে তিনবার নয়, দুবার নয়, একবার মাত্রই আসে। তাই জি বাংলার (Zee Bangla) বহু প্রতিক্ষিত অনুষ্ঠান হচ্ছে, সোনার সংসার (Sonar Songsar)। তবে সেটা কবে আসবে, কীভাবে হবে, ভোটিং সব নিয়ে মোটামুটি বেশ গুঞ্জন উঠেছিল। কিন্তু প্রোমো শ্যুট থেকে ভোটিং সব মিটে গিয়ে সেই পুরস্কারগুলো আমাদের বিজয়ীদের হাতেই চলে এসেছে।
গুঞ্জনকে উড়িয়ে একদম পাক্কা খবর ছিল, ৯ মার্চই হতে চলেছে অনুষ্ঠান। তারকাদের কাছে পৌঁছে গিয়েছিল ইনভাইটেশন কার্ডও। অপেক্ষা ছিল শুধু দেখার যে কে পায় সব পুরস্কারগুলো! এমনিতেও এই বিষয়ে ভোটিং শেষ হয়ে গিয়েছিল। সুতরাং অপেক্ষা ছিল শুধু ফলাফলের।
এবার সেই অপেক্ষারও অবসান ঘটে গিয়েছে। “সোনার সংসার” যে অ্যাওয়ার্ড শো এর নাম, তাতে পরিবার থাকবে না, তাতো কখনও হয় না। আর এখন সামনে চলে এসেছে, “জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস ২০২৩” এর লিস্ট।
আপনারাও একবার চোখ বুলিয়ে নিন তাতে। প্রথমেই নজর রাখা যাক “প্রিয়”- এর তালিকায়,
প্রিয় মা- মিতুল (খেলনা বাড়ি)
প্রিয় বাবা- ইন্দ্র (খেলনা বাড়ি)
প্রিয় শ্বশুর- তরুণ জ্যোতি (রাঙা বউ)
প্রিয় শাশুড়ী- ঝিলমিল (তোমার খোলা হাওয়া), শুক্লা (আমাদের এই পথ যদি না শেষ হয়)
প্রিয় দেওর/ভাশুর- সোম (মিঠাই)
প্রিয় জা- রঞ্জা (পিলু)
প্রিয় ননদ- কৌশিকী (জগদ্ধাত্রী)
প্রিয় পার্শ্বচরিত্র (পুরুষ) – রসময় (গৌরী এলো), সাধু দা(জগদ্ধাত্রী)
প্রিয় পার্শ্বচরিত্র (মহিলা) – হিংসিনী (লক্ষ্মী কাকিমা সুপারস্টার), কৌশিকী (জগদ্ধাত্রী)
প্রিয় ছেলে- সৃজন (নিম ফুলের মধু)
প্রিয় মেয়ে- পর্ণা (নিম ফুলের মধু)
প্রিয় বর- ঈশান (গৌরী এলো)
প্রিয় বউ- মিতুল (খেলনা বাড়ি)
প্রিয় জামাই- অর্ক (খেলনা বাড়ি), দেবু (জগদ্ধাত্রী)
প্রিয় বৌমা- গৌরী (গৌরী এলো)
প্রিয় সদস্য-
সিদ্ধেশ্বর(দাদাই, মিঠাই), হেমনলিনী(ঠাম্মি, নিম ফুলের মধু), দিগন্ত(ছোট দাদু, এই পথ), খেলনা বাড়ির দাদু, জগদ্ধাত্রীর ঠাম্মা
বিশেষ সম্মান- দেবশঙ্কর হালদার, অপরাজিতা আঢ্য
বিশেষ সম্মান- বিশ্বনাথ বসু, রচনা ব্যানার্জি, সুদিপা চ্যাটার্জি অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক
Special Jury Award- জুঁই(সোহাগ জল)
Zee5 Most Popular Face-মিঠাই
প্রিয় জুটি- জগদ্ধাত্রী-স্বয়ম্ভু
প্রিয় নায়ক- সিদ্ধার্থ(মিঠাই)
প্রিয় নায়িকা- মিঠাই, জগদ্ধাত্রী
প্রিয় সংসার- দত্ত পরিবার(নিম ফুলের মধু)
প্রিয় ধারাবাহিক- জগদ্ধাত্রী
সারা বছরের পারফরমেন্স ও দর্শকদের রিয়্যাকশন অনুযায়ী এই ফলাফলই আশা করা হয়েছিল। তবে এই সোনার সংসার জি বাংলার সকলের জন্যই অনেক বড় দিন। সবাই দিন শেষে এক পরিবারের, এটাই আসল।
Url: Zee Bangla Sonar Songsar award winner list
Tags: Zee Bangla, Sonar Songsar, Zee Bangla Sonar Songsar 2023
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!