Bollywood
Rakhi Sawant: “বাইরে বিছানা গরম করতে ব্যস্ত থাকত আর বাড়ি এসে আমাকে মারত, একদিন প্রস্রাব করে ফেলেছিলাম”! কন্ট্রোভার্সি কুইন রাখির দুঃখের কাহিনী জানলে কেঁদে ফেলবেন

রাখি সাওয়ান্ত, সিনেমার থেকেও পাপ্পারাজিদের সামনে অভিনয় করার জন্য বিখ্যাত। সবসময়ই নানা ধরনের সমস্যার কথা মিডিয়ার সামনে তিনি বলতে থাকেন। তবে বিগত কয়েকমাস ভালো ছিলেন তিনি। অবশেষ বিয়ে করেছিলেন তাঁর ভালোবাসার মানুষকে।
স্বামীকে খুশি করতে রাখি বোরখাও পরতে শুরু করে দিয়েছিলেন। প্রায় একবছর ধরে আদিল খান দুরানির চুটিয়ে প্রেম করার পর তাঁর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন রাখি। বহুবার তিনি জানিয়েছেন যে আদিলের কথা মতই তিনি তাঁর জীবনকে সাজিয়ে তুলবেন। আদিলের যেটা অপছন্দ সেটা করার কথা তিনি ভাববেনও না।
কিন্তু এখন সেই সম্পর্কেও ধরা দিল ভাঙন। স্বামী নাকি পরকীয়া করছেন। আর এই বিষয়ে হাতে নাতে ধরা পড়েছেন। কিছু বললেই নাকি ডিভোর্সের কথা বলেন। তাঁর স্বামী নাকি অপমান করে বলেছেন, তিনি একটা জোকার। তবে মাঝরাতে বেডরুমেও বলেছেন ডিভোর্সের কথা।
এসব একের পর এক বিস্ফোরক কথা মিডিয়ার সামনে রাখি বলেছেন। যদিও স্বামী আদিল নানাভাবে ইশারায় মিডিয়াকে বুঝিয়ে দিয়েছেন তিনি এসব কিছু করেননি। কিন্তু এবার সোজা গায়ে হাত তোলার অভিযোগ আনলেন রাখি। আদিল নাকি তাঁকে নিয়মিত মারধর করত।
কিছুদিন আগেই রাখির মা মারা গিয়েছেন। ক্যান্সার নিয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন বার বারই খুব ভেঙে পড়া অবস্থায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কিন্তু সেই কঠিন সময়েও নাকি স্বামী আদিল বাড়ি ফিরতেন সারা গায়ে লা’ভ বাই’ট নিয়ে। তা দেখে পায়ে পড়ে কেঁদেছিলেন রাখি। কিন্তু সরি বলার বদলে লাথি মেরেছিল আদিল।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভয়, অপমান ও লজ্জা থেকে নাকি প্রস্রাব করে ফেলেছিলেন রাখি। সেইসব কথা একের পর এক কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে রেখেছেন রাখি। এবার তিনিও আর কিছু চান না। তিনি এর আগেও বলেছিলেন, ভালোবেসে সখী হতে পারলে তিনি দরকার রনচণ্ডীও হতে পারেন।
- Tollywood12 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
- Bangla Serial4 days ago
Sweta Bhattacharya Sister: সোহাগ জলের জুঁইয়ের রয়েছে এক সুন্দরী, মিষ্টি দিদি! তিনিও অভিনেত্রী! এতদিন সম্পর্ক জানত না কেউ
- Bangla Serial4 days ago
Koushambi Boyfriend: আদৃত নয়, “দিদিয়া” কৌশাম্বির বয়ফ্রেন্ড তো অন্য কেউ! আদৃতের “জামাইবাবু”র ছবি ভাইরাল, দেখুন আপনিও
- Tollywood5 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
- Bangla Serial5 days ago
Sudipta Banerjee: মাত্র ২২০০ টাকাও মেটাতে পারেনি পর্দার ‘বেনী বৌদি’, দাদা হন্যে হয়ে ঘুরেছে চাকরির জন্যে! সুদীপ্তার স্ট্রাগল শুনলে চোখ ভিজবে আপনারও
- Bangla Serial4 weeks ago
Actor Death: শোকস্তব্ধ দিতিপ্রিয়া! মাত্র ৪০ বছর বয়সেই মারা গেলেন রানী রাসমণি খ্যাত জনপ্রিয় অভিনেতা
- Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
- Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা