Connect with us

Bollywood

Amrita Arora: নিজের লা’স্যময়ী রূপ দেখিয়ে বন্ধুর স্বামীকে ফেলেছিলেন নিজের প্রেমের ফাঁদে! বন্ধুর ঘর ভেঙে দুই বাচ্চা নিয়ে সুখে সংসার করছেন জনপ্রিয় বলিউড নায়িকা

Published

on

বলিউডে একের পর এক ঘায়েল করা অভিনেত্রী। তাঁদের কেবলমাত্র একটি ছবিতেই শেষ হয়ে যেতে পারে তাবড় তাবড় ব্যাক্তিত্ব। তবে বলিউডে এরকম নিদর্শন কম নয়।

এখনও অবধি নিজের ব্যক্তিগত জীবন টোনড ফিগার নিয়ে বেশ চর্চায় থাকেন অভিনেত্রী মালাইকা অরোরা। নিজের পুরোনো সংসার ছেড়ে দিব্যি মন দিয়েছেন নতুন প্রেমে।

এসবের মাঝে নিজেকে যথেষ্ট টোনড রাখেন তিনি। যতই বয়স বাড়ুক তাঁর, আদব কায়দা ও নখরা যেন সেই কলেজের সদ্য যৌ’বনের মতো। তবে কম যান না বোন অমৃতা আরোরাও।

Arora sisters set social media on fire: Malaika twins with Amrita

সম্প্রতি তাঁকে তাঁর বর ও বাচ্চার সঙ্গে একটি ক্যাফেতে দেখা যায়। তাঁকে দেখা মাত্রই ভিড় জমান পাপ্পারাজিরা। তবে এই সুখী সংসারের পিছনে রয়েছে একটি কালো অতীত!

ব্যবসায়ী শাকিল লাদাককে ২০০৯ সালে বিয়ে করেন অমৃতা অরোরা। তখন শাকিল লাদাক তাঁর প্রথম পক্ষের বউকে তালাক দেন। কিন্তু শাকিলের প্রথম বউ নাকি অমৃতারই বন্ধু ছিল। তাঁর অভিযোগ, বন্ধুই নাকি তাঁদের ঘর ভেঙেছে!

Trending