Connect with us

Bollywood

Actress leaves Acting: একের পর এক ফ্লপ! শেষমেষ এই সুপারস্টার নায়িকা ছেড়ে দিচ্ছেন অভিনয়! বেছে নিলেন অন্য পেশা

Published

on

বলিউডের বেবো তিনি। পু থেকে গীত একের পর এক আইকনিক ক্যারেকটার তাঁর ঝুড়িতে। কিন্তু শুধুই কী ক্যারেকটার, যাতেই হাত দিয়েছেন সেটাকেই সোনা করে ছেড়েছেন। কার্যত নিজের দিদির থেকেও বেশি সাফল্য পেয়েছেন তিনি।

বুঝেই গিয়েছেন কথা হচ্ছে কাপুর পরিবারের অন্যতম তারকা করিনা কাপুর সম্পর্কে। বলিউডে তাঁর এক দশক কেটে গিয়েছে। ২০০২ সালে ‘রিফিউজি’ ছবির হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ তাঁর।

তারপর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। বেশ কিছু মহিলক্রেন্দ্রিক ছবিতেও অভিনয় করেছেন তিনি এছাড়া একসময় আইটেম ডান্সার হিসেবেও সুপার হিট হয়েছেন।

তবে বিগত কিছু বছর ধরে সময় ভালো যাচ্ছে না। সিনেমা করে তেমন সাফল্য পাননি। বরং অনেক বেশি লাইমলাইটে থেকেছেন ব্যক্তিগত জীবন নিয়ে।

সিনেমার থেকেও বেশি কাজের দিক দিয়ে বলতে গেলে বেবি বাম্প নিয়ে মডেলিং ও প্রেগন্যান্ট থাকাকালীন বই লিখে বেশ চর্চার ছিলেন তিনি। তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন? যদিও খবর এরকম বলছে না। বরং এই বছরটা কাম ব্যকের। তেমনই জমিয়ে কাম ব্যাক করতে চলছেন বেবো ‘বাকিংহাম মাডার্স’ ছবি দিয়ে।

Trending