Bollywood

‘দক্ষিণ ভারতে তো চলেই না আমার সিনেমা!’, RRR মুক্তির পর চিন্তায় সলমন

এমনিতে বলিউডে দাপট রয়েছে ভাইজান সলমন খানের। তাঁর সিনেমা মানেই তা হিট হবেই। শুধু ভারত নয় সারা বিশ্বজুড়ে চুটিয়ে ব্যবসা করে সলমনের যে কোন সিনেমা।

কিন্তু এবার এক বিশেষ চিন্তায় পড়ে গেছেন নায়ক। আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত দক্ষিণী সিনেমা আরআরআর। আর মুক্তি পরের দিনই বক্স অফিসে যেভাবে সাফল্য জিতে নিয়েছে এই সিনেমা সেটা প্রশ্নাতীত।

ব্লকবাস্টার হিট বাহুবলির রেকর্ড ভেঙে দিয়েছে সিনেমা। শুরুর দিনেই ৪৫৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলির এই সিনেমাটি।

সিনেমাটির মুক্তির পর থেকেই তারকারা প্রশংসায় পঞ্চমুখ। মুখ খুললেন বলিউডের সুপারস্টার ভাইজান সলমন খান। একটি দারুন বিষয় অবাক করেছে নায়ককে।

সারাবিশ্বে ভালো ফল পেলেও দক্ষিণ ভারতে ভাইজানের জাদু খাটে না। তাই দক্ষিণে সেরকমভাবে ব্যবসা করতে পারেনা সলমন খানের যে কোন সিনেমা। তিনি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সলমন।

প্রসঙ্গত চিরঞ্জীবী অভিনীত সিনেমা গডফাদারে অভিনয় করতে চলেছেন সলমন খান। এর মাধ্যমে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বলিউডের ভাইজান।

চিরঞ্জীবীর সাথে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। বলেছেন চমৎকার অভিজ্ঞতা হয়েছে। চিরু ভাইকে বেশ দীর্ঘ সময় ধরে চেনেন। খুব ভালো বন্ধু তাঁরা। আর তাঁর ছেলে রামচরণও ভালো বন্ধু সলমন খানের।

রামচরণ অভিনীত সিনেমা আরআরআর দেখে মুগ্ধ হয়েছেন সলমন। তাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এর পরেই আফসোস করে বলেন যে তিনি অবাক হয়ে যান দক্ষিণ ভারতে তাঁর সিনেমাগুলো ভালো ব্যবসা করতে পারে না।

Piya Chanda