Bollywood

Arijit Singh: ‘এসি চালাচ্ছো কেন, অনেক বিল উঠবে তো, পরিবেশ নষ্ট হবে’! নিজে কামাচ্ছেন কোটি কোটি টাকা এদিকে এতটা সঞ্চয়ী অরিজিৎ সিং? ভিডিও দেখে কেঁদে ফেলল কেউ কেউ

বর্তমানে সংগীত জগতের বড় বড় সংগীত শিল্পীদের নাম এলে সেই তালিকায় অরিজিৎ সিং এর নাম আসবে না এমন কথা বলা যায় না। এটা বলাই বাহুল্য যে সম্প্রতি সময়ের ভারতীয় সংগীত শিল্পীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন হলেন অরিজিৎ সিং। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অতি সাধারণ ঘরের ছেলে অরিজিৎ সেখান থেকে এখন তার সারা বিশ্ব জুড়ে নাম। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে তার অগণিতিক ভক্ত। কিন্তু তাকে দেখলে মনে হয় সে যেন মাটির মানুষ।

May be an image of one or more people and indoor

সে প্রমাণ বহু বার মিলেছে। কখনো তাকে দেখা গেছে নিজের শহরে স্কুটি চালিয়ে ঘুরে বেড়াতে আবার কখনো নিজের ছেলেকে স্কুলে স্কুটি করে দিতে যেতে। এইসব কিছুই অরিজিতের ভক্তদের কাছে খুবই পরিচিত। সেই সঙ্গে তার সাথে যারা মিশেছে তারা প্রত্যেকে তার সুখ্যাতি করতে ছাড়েনি। এমনই একজন মানুষ হলেন শ্রীজাত। যার সম্প্রতি একটি সাক্ষাৎকারে অরিজিৎকে নিয়ে বলা কিছু কথার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

May be an image of 3 people

সেখানে তিনি বলছিলেন কতটা সাধারন হলে তবে মানুষ অরিজিত হতে পারে। শ্রীজাতর কথায় ‘অরিজিতকে দেখা যায় কিন্তু তাকে অনুসরণ বা অনুকরণ কোনোটিই করা যায় না। ও একেবারে মাটির মানুষ।’আর অরিজিতকে নিয়ে এইসব কথা বলতে বলতেই শ্রীজাত আরও একটি বিষয়ের কথা উল্লেখ করেন।

shreya ghoshal arijit singh will sing for srijato's directorial debut film  - Srijato: শ্রীজাতর ছবির জন্য বম্বে, জিয়াগঞ্জ থেকে গান রেকর্ড করে পাঠাবেন  শ্রেয়া-অরিজিৎ | Editorji Bengali

প্রসঙ্গত একটি গানের সূত্রে সেই ঘটনার সম্মুখীন হয়েছিল শ্রীজাত এবং অরিজিৎ। একবার শ্রীজাতর বাড়িতে এসেছিল অরিজিৎ তখন প্রচন্ড গরম ছিল। সেই সময় শ্রীজাত যখন এসিটা অন করে, তখন অরিজিৎ বলে ‘এসি চালাচ্ছ কেন? অনেক বিল উঠবে তো।’ তখন শ্রীজাত উত্তরে বলেছিল যে ‘গরমে কষ্ট হয়’ তারপরে অরিজিৎ বলে যে ‘পরিবেশ নষ্ট হবে না!’ সে এসিটা বন্ধ করে দেয়। সেই সঙ্গে অরিজিৎ শ্রীজাতকে বলে যে ‘তুমি কি ছোটবেলায় এসিতে মানুষ হয়েছো? শ্রীজাত জানায় ‘না’। তখন অরিজিতের কথায়, ‘তাহলে তোমার এখন কেন লাগছে।’

আর হয়তো এই ভাবনাগুলোই অরিজিৎকে এতটাই মাটির মানুষ তৈরি করেছে। যে তার মত জনপ্রিয়তার শিখরে পৌঁছে এতটা সাদামাটা জীবন যাপন করা সত্যিই দেখা যায় না। আর যার জন্য বর্তমানে ছোট থেকে বড় সবাই অরিজিতকে ভীষণ ভালোবাসে। তার ভক্ত সংখ্যা দেখতে গেলে তা হয়তো শেষ করা যাবে না। এই সাধারণত্ব টাই মানুষটাকে সকলের থেকে আলাদা করেছে।

Nira