Entertainment

কত বড় হ’ল টলিপাড়ার জনপ্রিয় খুদে শিল্পীরা? জানুন ভুতু-পটলদের বর্তমান বয়স আর দেখুন তাদের বড়বেলার ছবি

ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি দর্শকদের মন কেড়েছে টলিপাড়ার খুদে শিল্পীরা। ওই সমস্ত খুদে শিল্পীদের আমরা যখন দেখেছিলাম ধারাবাহিকগুলিতে তখন তারা অনেক ছোট। বর্তমানে তারা বেশ বড় হয়েছে, চলুন দেখেনি তাঁরা এখন কী করছে, কত বড় হ’ল তাঁরা?

প্রথমেই চলে আসব ষ্টার জলসার ধারাবাহিক  ‘কে আপন কে পর’-এর জবার ছোট মেয়ে চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল খুদে শিল্পী তানিষ্কা তিওয়ারি। বর্তমানে তাঁর বয়স ১৩ বছর, সপ্তম শ্রেণির ছাত্রী।
image 5
এরপর জি বাংলার সময়ের বেশ জনপ্রি ধারাবাহিক ছিল ‘ভুতু’। সেই দর্শকদের মন জয় করা চরিত্রে অভিনয় করেছিল শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি। এখন সেই ‘ভুতু’ জি ডি বিড়লা স্কুলের ছাত্রী।
image 6

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘রাখি বন্ধন’। সেখানে বন্ধন চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল খুদে শিল্পী  সোহম কে। এখন সে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র। সেই ধারাবাহিকের আরেক চরিত্র রাখি। সেই বাচ্চা মিষ্টি মেয়েটির চরিত্রে অভিনয় করেছিলেন কৃতিকা চক্রবর্তী। বর্তমানে সে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে পড়াশুনা করছে।
image 7

একসময় জি বাংলার অন্যতম সেরা ধারাবাহিক ছিল ‘পটল কুমার গানওয়ালা’। সেই বাচ্চা পটলের আসল নাম হিয়া দে। সে এখন বড় হয়ে গেছে। সপ্তম শ্রেণিতে পড়ছে, জি ডি বিড়লা স্কুলের।
image 1

Piya Chanda