Entertainment

গল্প চুরি করেছেন অনীক দত্ত, উঠল চাঞ্চল্যকর অভিযোগ! “অপরাজিত”কে আইনি নোটিশ পাঠিয়ে ৫০ লাখ টাকা দাবি সংস্থার

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত বাংলা সিনেমা অপরাজিত। পথের পাঁচালী সিনেমা তৈরির নেপথ্য কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে এই গল্প। অপরাজিত অর্থাৎ সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জিতু কামাল।

সিনেমা মুক্তি পাবার আগে থেকেই এই সিনেমাকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল টানটান উত্তেজনা। বলা বাহুল্য এর মূল কারণ সত্যজিৎ রায় নিজেই। বাঙালিদের কাছে সত্যজিৎ একটা আবেগ।আর তাই এই সিনেমা তৈরির মাধ্যমে বাঙালির সেই আবেগকে ছুঁয়ে গিয়েছেন অনীক দত্ত।

কিন্তু এবার অন্য কারণে চর্চায় উঠে আসলো এই সিনেমা। কিছুদিন আগেই অপরাজিত সিনেমার প্লট কতোটা মৌলিক প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু এবার এই সিনেমার প্লট নিয়ে আইনি লড়াই শুরু হলো।

অপরাজিত সিনেমার পরিচালক এবং প্রযোজককে প্লট চুরির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে সাধু ব্রাদার্স এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস। সেইসঙ্গে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। প্রোডাকশন হাউজের আইনজীবী জানিয়েছেন ২০১২ সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটি নিয়ে সিনেমা তৈরির কাজ শুরু হয়েছিল। তারপর বিভিন্ন কারণে প্রযোজকের অভাবে সেটা সম্পূর্ণ হয়নি।

এরপর যখন সাধু ব্রাদার্স দীর্ঘদিন প্রযোজকের সঙ্গে কথা বলেছে সেই সময় এই ঘটনা ঘটে। অয়ন চক্রবর্তী দাবি করেছেন অপরাজিত সিনেমার প্রযোজকের সঙ্গেও তাঁর মক্কেলের কথা বলেছিলেন যাতে এটি শেষ করা যায়। কিন্তু পরে দেখা যায় অপরাজিত নামে একটি ছবি মুক্তি পেয়েছে যার প্লট এক।

অপরাজিত সিনেমার প্রযোজক ফেরদৌসল হাসান জানান কোনো নোটিশ তিনি পাননি। পেলে তিনি অবশ্যই জানাবেন। এদিকে কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে জানান তিনি চিঠি না পেলে মন্তব্য করবেন না।

Piya Chanda