Entertainment

Adidas Viral: ADIDAS-এর ভাই অজিতদাস!’ পরবেন নাকি এই জুতো?

সকল মানুষের ব্র্যান্ডেড জিনিস কেনার একটা আলাদা রকম শখ থাকে। তাই অনেক সময় না দেখেই নকল ব্র্যান্ডের জামা কাপড় বা জুতো কিনে নেন নিজের অজান্তেই অনেকে। সে নকল কোম্পানি এমন ভাবেই তাদের লোগো বা কোম্পানির নাম লেখে যা দেখে মনে হয় জনপ্রিয় ব্র্যান্ডের জিনিস কিনছে মানুষ। শিল্পপতি আনন্দ মহেন্দ্র এমনই একটি পণ্যের একটি ছবি শেয়ার করেছেন যাতে স্পোর্টস ব্রান্ড অ্যাডিডাসের ব্র্যান্ডিং রয়েছে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান টুইটারে আপলোড করা সেই ছবিতে একটি সাদা রংয়ের জুতো দেখা যাচ্ছে তা এক ঝলক দেখলেই মনে হবে এটা অ্যাডিডাসের জুতো। এমনকি এই জুতোতে যে লোগো রয়েছে সেটাও খুব চেনা এবং সঙ্গে তিন-স্ট্রাইপ ট্রেডমার্ক।

কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে নকল জুতো গুলিতে অ্যাডিডাসের জায়গায় লেখা রয়েছে ‘অজিতদাস’। যা কিন্তু কিছু মানুষের অযৌক্তিক মনে হতে পারে কিন্তু আনন্দ মজা করে লেখেন এই নামটি সম্পূর্ণ যৌক্তিক। ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া শেয়ার করে ক্যাপশনে শিল্পপতি লেখেন, ‘এর সহজ অর্থ হল আদির অজিত নামে এক ভাই আছে। পুরো পৃথিবীটা কি একটা পরিবার?’

এই পোস্টটি সোশ্যাল মিডিয়া যাওয়ার পরেই তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। এবং সেখানে নেটিজেনরা নানারকম মজার মন্তব্য করেছেন। একজন নেটিজেন এখানে লিখেছেন,’আদি মানে প্রথম, অজিত মানে অজেয়। কিছু সম্পর্কিত মনে হয়. অ্যাডিডাস এবং অজিতদাস অবশ্যই ‘কাজিন’ অর্থাৎ তুতোভাই হতে পারে।’

অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা আমাদের কলেজে এমন মজা করতাম, আদি এবং দাস দুই ভারতীয় ভাই বিদেশে অ্যাডিডাস শুরু করেন এবং এর শিকড় ভারত থেকে। তৃতীয় একজন ব্যবহারকারী পোস্টটি দেখে লিখেছেন, ‘সম্ভবত কুম্ভ মেলায় কোথাও হারিয়ে গিয়েছে অ্যাডিডাসের ভাই, অজিত দাস।’

Nira