Entertainment

Srijla-Nora: নিন্দুকেরা বলে বাংলার “নোরা ফতেহি” সৃজলা গুহ!’ কে নোরা ফাতেহি?ওর আগে থেকেই আমি বেলি ড্যান্স করি’, মুখ খুলে নিন্দুকের মুখে ঝামা ঘষলেন অভিনেত্রী

কোমরের সঙ্গে সারা শরীর দুলছে সাপের গতিতে! কোমরের ঠুমকায় খেলে যাচ্ছে বিদ্যুৎ। সামনে মঞ্চে বসে হাততালি থামাতে পারছেন না দেব, রুক্মিণী, মনামী। বুঝতে পারছেন কার কথা বলছি আমরা?

হ্যাঁ, সদ্য শেষ হওয়া মন ফাগুনের সেই পিহু। এবার আশা করি আর বলতে হবে না আমরা অভিনেত্রী সৃজলা গুহকে নিয়ে কথা বলছি। বাংলা টেলিভিশনে এই অভিনেত্রীর হাত ধরে বিশেষ জনপ্রিয় হয়েছিল এই সিরিয়াল। সেই সঙ্গে বিশেষ হিট হয়েছে ঋষি-পিহু জুটি যার ফ্যান এখনও অনেকেই। সিরিয়াল শেষ হওয়ার পর অনেকেই আকুতি মিনতি জানিয়েছিল আবার যেন এই জুটিকে ফিরিয়ে আনা হয় পর্দায়। তেমন কিছু খবর এখনো অব্দি জানা যায়নি।

তবে নতুন রূপে ফিরেছেন অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ পেয়েছে নায়িকার লেখা প্রথম বই ফরএভার জানুয়ারি। আর এবার নৃত্যশিল্পী রূপে আত্মপ্রকাশ করছেন এই বাঙালি নায়িকা। সে আবার যেমন তেমন নাচ নয়, একেবারে বেলি ড্যান্স। অবাক হয়ে গেলেন তো?

স্টার জলসার জনপ্রিয় নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ডান্স ডান্স জুনিয়র মঞ্চে এভাবেই হিল্লোর তুলবেন সৃজলা গুহ। এই সপ্তাহান্তে দেখতে পাবেন সেই রূপ। তবে নায়িকার এই নতুন রূপ দেখে ভক্তরা যেমন উত্তেজিত তেমনি নিন্দুকরাও চুপ নেই। তারা ইতিমধ্যেই বার করে এনেছে সমালোচনা করার মতো একটা বিষয়। তাদের বক্তব্য জনপ্রিয় বলিউড অভিনেত্রী নোরা ফতেহিকে নকল করার আপ্রাণ চেষ্টা করছেন এই নায়িকা।

srijala nora

এই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী। সোজাসুজি তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে নাচকে ভালোবাসেন তিনি। কিন্তু নায়িকার নিন্দুক না দেখে বলেন তিনি নাকি নোরা ফতেহিকে নকল করেন। তবে তিনি এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে নোরা বিখ্যাত হওয়ার আগে থেকেই তিনি বেলি ড্যান্স করতে অভ্যস্ত। তাই অনেকেই সত্যিটা হয়তো জানে না।

১০ বছর আগে দুবাইয়ের এক প্রশিক্ষিত নৃত্য শিল্পীর কাছ থেকে বেলি ডান্সের প্রশিক্ষণ নিয়েছিলেন এই বাঙালি নায়িকা। ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবে কার সঙ্গে কোথায় গিয়েছেন সেগুলো সব গোপন রাখতে চান। ২১ অক্টোবর কলকাতায় ফিরছেন তারপরে আবার কোথাও বেরিয়ে যাবেন সৃজলা।

Srijla Post
তবে কিছুক্ষণ পরেই এই খবর ভাইরাল হতে মুখ খুলেছেন সৃজলা গুহ। এই নিয়ে যখন ট্রোলিং শুরু হয় তখন সৃজলা একটি instagram story দেন এবং লেখেন যে এরকম কোন কথা তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে বলেননি। পরবর্তীকালে তিনি একটি ভিডিও বার্তা দেন যে এরকম কোন খবর কেউ করলে সেটা আগে সৃজলার কাছ থেকে যাচাই করে নিতে তারপরে ভাইরাল করতে এবং সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের ওপর তিনি যথেষ্ট বিরক্ত। তিনি আশা করেননি যে তার মুখে এরকম মিথ্যা কথা বসানো হবে তাও এত বড় সংবাদ প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

Titli Bhattacharya