Tollywood
Bollywood Star in Tollywood: শ্রাবন্তী, প্রসেনজিতের সঙ্গে জনপ্রিয় বলিউড স্টার! বাংলার সবথেকে বড় বাজেটের সিনেমা আসছে

টলিউড কিন্তু বেশ ভালো মতোই ঘুরে দাঁড়িয়েছে। আঞ্চলিক হওয়ার বাঁধা কাটিয়ে তাঁরা জাতীয় স্তরে উঠতে চাইছেন। সাউথ যদিও এটা অনেকদিন আগেই করে ফেলেছে। তবে ধীরে ধীরে হলেও বাংলা সেদিকেই এগোচ্ছে। আর জানা যাচ্ছে এখনও অবধি বাংলার সবথেকে বেশি বাজেটের সিনেমা, “অভিযাত্রী” (Abhijatri) আসতে চলেছে। এই নিয়ে অনেকরকম কানাঘুষো কথাবার্তা ও তর্ক – বিতর্কও হয়ে গিয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন প্রচলক শুভজিৎ মিত্র। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের “দেবী চৌধুরাণী” উপন্যাসকে ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হচ্ছে। প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে এই সিনেমাটির প্রি- প্রোডাকশনের কাজ করা হয়েছিল।
স্বাভাবিকভাবেই বেশ তাবড় কিছু নিয়ে হাজির হতে দেখা যাবে বলেই জানা যাচ্ছে। আর এখানে এবার জুটি গড়ে উঠবে শ্রাবন্তী – প্রসেনজিতের। হ্যাঁ, ঠিক শুনেছেন ডাকাত রাণীর গুরু ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে টলিউডের অন্যতম স্টার বুম্বা দাকে এবং দেবী চৌধুরাণী চরিত্রেই দেখা যাবে শ্রাবন্তীকে।
তবে চমক এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ভিকি কৌশল থাকবেন এই সিনেমায়। আর এই নিয়ে বেশ ভালো মতোই জল্পনা হচ্ছে, কারণ ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল এই সিনেমার অ্যাকশন ডিরেক্টর। তিনিই বাজিরাও মাস্তানিরও অ্যাকশন ডিরেক্টর। আর এই প্রথম তিনি বাংলা সিনেমায় কাজ করছেন। তাই জানা যাচ্ছে ছেলে ভিকি কৌশলকেউ বিশেষ ভূমিকায় দেখা যাবে।
বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতেও এই সিনেমা ডাব হওয়ার কথা। আর জানা যাচ্ছে বেশ ভালো মতো অ্যাকশন থাকবে এই সিনেমাটিতে। এক সঙ্গে ব্রিটিশ দমন, সন্ন্যাসী বিদ্রোহ, গরীবদের ওপর অত্যাচার সবই দেখানো হবে। এছাড়াও এই সিনেমা এই সিনেমা নিয়ে বেশ ভালো মতো বিতর্ক হয়ে গিয়েছে অন্য একটি চরিত্র নিয়ে।
সিনেমায় বিনোদিনী চরিত্রে দেখা যাবে দেবের বান্ধবী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।কিছুদিন আগেই সেই চরিত্রের লুক প্রকাশ করা হয়েছে। আর তখনই শ্রীলেখা মিত্র লিখেছেন, “এত রোগা কি বিনোদিনী ছিলেন?” আর ব্যস এরপর থেকেই বিতর্কের শুরু হয়।
প্রযোজক অরিত্র এই বিষয়ে অনেক মন্তব্যই করেছেন। বহু উদাহরণ টেনে বলেছেন, কাস্টিং এর সঙ্গে আসল চরিত্রের মিল থাকেনা। তাবলে সেগুলো কি সফল হয়নি! এই হলে তিনি দীনেন গুপ্তর ছবিতে দেবশ্রী রায় এবং গুলজারের ধারাবাহিক ‘তেরাহ পানহে’-তে হেমা মালিনীর উদাহরণ দিয়েছেন।
তবে এসব কটাক্ষের মাঝেও খুব স্পষ্ট করেই একটি সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র জানিয়েছেন যে, আজকাল ফেসবুকে যেন কিছুই লেখা যায় না। সমালোচনা ও অপমানের মধ্যে পার্থক্য ভুলে গিয়েছেন আজকালকার লোকেরা। পোস্টের নীচে রুক্মিণীকে শুভেচ্ছা বার্তাও দিয়েছিলেন তিনি কিন্তু সেটা কেউ লক্ষ্য করেনি। বরং তিনি বলেছেন যে তাঁর মতে অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে বেশ ভালো মানিয়ে যেত।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!