Bangla SerialTollywood

Bhaswar Chatterjee: ‘ছোটখাটো পার্ট করা লোকদের কাজ দিই না’, নামী পরিচালকের থেকে শুনেছিলেন পর্দার বাবা লোকনাথ ভাস্বর চ্যাটার্জী, আজ তাকে ছাড়া টলিউড অসম্পূর্ণ!হাল না ছাড়ার গল্প শুনুন তার মুখেই

বাংলা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্বর চট্টোপাধ্যায়। বহু বছর ধরে বাংলার মানুষ টিভির পর্দায় দেখেছেন তাকে। তার অভিনয় যে কতটা পরিপক্ক তা আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে ‘গোধূলি আলাপ’ এবং ‘গৌরী এলো’তে অভিনয় করতে। বহু বছর ধরে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহকে গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করে বাংলার দর্শকের মন জিতে নিয়েছেন ভাস্বর । তবে তার শুরুটা একদমই সহজ ছিল না। কোন অভিনয় ব্যাকগ্রাউন্ড থেকে উঠে না আসার ফলে অন্যান্য অভিনেতাদের মতোই স্ট্রাগল করে উঠে আসতে হয়েছে ইন্ডাস্ট্রিতে।

Bhaswar Chatterjee movies, filmography, biography and songs - Cinestaan.com

প্রথমত ভাস্বরকে আমরা টিভির পর্দায় টেলিভিশনে এবং ছবিতে অভিনয় করতে দেখেছি। তার অভিনীত বহু জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘মা’, ‘অগ্নিপরীক্ষা’, ‘কেয়া পাতার নৌকো’, ‘কাছে আয় সই’, ‘বিনি ধানের খই’ প্রভৃতি। তবে ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের লোকনাথের ভূমিকায় তাকে দেখে বাংলার দর্শক ভীষণ পছন্দ করেছিল। তিনি একাধিক ছবিতেও অভিনয় করেছেন। প্রসঙ্গত তার ব্যক্তিগত জীবনে তিনি ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন উত্তম কুমারের নাতনি নবমিতা চ্যাটার্জির সঙ্গে। কিন্তু নানা রকম কারণে ২০২০ সালে সেই বিবাহ ভেঙে যায়।

Bhaswar Chatterjee Update: Actor Bhaswar Chatterjee Celebrates The Rituals  Of Bhai Dooj With The People Of Red Light Area | Bhaswar Chatterjee Update:  কথা রাখলেন, ভাইফোঁটা নিতে যৌনকর্মীদের কাছে পৌঁছলেন ...

তার অভিনয় জীবন শুরুর দিনগুলো নিয়ে ভাস্বর একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের টকশোতে কথা বললেন।তিনি বলেন যে তিনি ছোটবেলা থেকেই একজন অভিনেতা হতে চাইতেন। কিন্তু তার পরিবারের সকলেই ছিলেন ইঞ্জিনিয়ার তাই তার অভিনেতা হওয়ার কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। এক সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করেছেন তিনি।কিন্তু চাকরিকে কখনোই পছন্দ করেন নি তাই প্রায়শই নাটক এবং ধারাবাহিকের অভিনয় করার জন্য অডিশন দিতেন স্টুডিওতে গিয়ে।

May be an image of 5 people, people standing and indoor
তিনি উল্লেখ করে বলেন যে একদিন এক পরিচালকের বাড়িতে তিনি ফোন করেছিলেন তখন তার মেয়ে ফোন ধরে বলে যে ছোট চরিত্রে অভিনয় করেন বাড়িতে কোনদিন ফোন করবেন না। আবার একদিন শুটিং সেটে সকল শিল্পীদের খাবার এনে দিয়ে দেওয়া হচ্ছিল দেখে ভাস্বর খাবারটা এনে দেওয়ার জন্য বললে তাকে শুনতে হয় ‘কে তুমি উত্তম কুমার নাকি? যাও নিচে গিয়ে খেয়ে এসো।’ তিনি সেদিন অবাক হয়েই বলেন যে যারা অভিনয় করতে আসে তারা শুরুটা তো ছোট চরিত্র দিয়েই করে তাই এমন অপমানের মানে কী?

May be an image of 1 person, standing and jewellery
ইন্ডাস্ট্রিতে অনেক স্ট্রাগল এবং অপমানের মধ্যে থেকেই নিজের ভিত গঠন করেছেন এবং এখন বাংলার একজন জনপ্রিয় অভিনেতা যাকে এক ডাকে চেনেন মানুষ।

Nira