Tollywood
Biswanath Basu: মহালয়ার দিন তর্পণ করতে গিয়ে স্বয়ং মা দুর্গাকে দেখলেন অভিনেতা বিশ্বনাথ বসু! যা দেখে তিনি জ্ঞান হারালেন

বাংলার চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের একজন জনপ্রিয় কৌতুক শিল্পী হলেন বিশ্বনাথ বসু। তাকে আমরা বহু জনপ্রিয় ধারাবাহিক এবং চলচ্চিত্রে অভিনয় করতে দেখেছি। বহু বছর ধরে বাংলার দর্শককে মন খুলে হাসিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু বাস্তবে তিনি যে কতটা সংবেদনশীল তা কাউকেই বুঝতে দেয় না এই অভিনেতা। অভিনেতারা এমনই হয় বাস্তব জীবনে সে কেমন তা বুঝে ওঠার আগেই দর্শকরা তাকে ক্যামেরার সামনে যেভাবে দেখে সেটিকেই ধরে নেয়।
কিন্তু এমন কিছু ঘটনা অভিনেতাদের সাথে ঘটে থাকে যেগুলোর মাধ্যমে তারা বাস্তবে কেমন তা বেরিয়ে আসে। এমনই কিছু ঘটনা ঘটলো অভিনেতা বিশ্বনাথ বসুর সাথে। প্রসঙ্গত অভিনেতার গ্রামের বাড়িতে প্রতিবছরই ধুমধাম করে হয় মা দুর্গার আরাধনা। তাই পুজোর কটা দিন শহরে জীবনযাত্রা ছেড়ে তিনি গ্রামেই কাটান নিজে পরিবারকে সঙ্গে নিয়ে। এ বছরও তার অন্যথা হবে না কিন্তু গ্রামে যাওয়ার আগে প্রতিবছরই মহালয়া দিন তর্পণ সারেন কলকাতায়। কিন্তু এইবারের তর্পনের ঘাটে গিয়ে তার সঙ্গে এমন এক ঘটনা ঘটলো যার কথা তিনি এক সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করলেন।
বিশ্বনাথ বললেন, ‘মহালয়ার ভোরেই আমার দুর্গার দেখা পেলাম। হাওড়ায় আমার শ্বশুরবাড়ি। সেখানকার গঙ্গার ঘাটে তর্পণ করি। পুজোপাঠ সেরে ঘাটে উঠতেই দেখে গুটিসুটি এক ‘মা’ বসে রয়েছেন। জরাজীর্ণ শরীরে শতছিন্ন শাড়ি। নিজেকে বয়ে নিয়ে চলার শক্তি নেই। ঘোলাটে চোখে যেন শেষ পাড়ানির কড়ি খুঁজছে। অনেকটা থানার এক পাশে পড়ে থাকা ভাঙাচোরা সাইকেলের মতো। হয়ত তার থেকেও খারাপ অবস্থা। কে জানি অবহেলায় ফেলে রেখে গিয়েছে তাঁকে। এ ভাবে মহালয়ার ভোরে দেবীর দেখা পাব, ভাবতেও পারিনি।’
‘দর্শন যখন দিলেনই তখন তো তাঁর নৈবেদ্যও প্রাপ্য। সাধারণত, কাউকে কিছু দিয়ে সেটা নিয়ে বড়াই করি না। এতে যিনি দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন— উভয়েই খাটো হয়ে যান। আজ জানাচ্ছি। কারণ, আমার দুর্গাকে আমার মতো করে আরাধনা করে আমি তৃপ্ত। পকেটে সামান্য যা ছিল তাঁর হাতে গুঁজে দিলাম সবার অলক্ষ্যে। অস্ফুটে বললাম, ‘মা বাকি দিনগুলোও তো চলতে হবে। তোমার ছেলে তাই তোমায় সামান্য কিছু দিয়ে গেল। ঝটপট আঁচলে বাঁধো। সামলে রেখো।’ আমার কথা তাঁর কান পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ। আমি বাড়ির পথ ধরলাম।
তিনি জানান, ‘বাংলার ঘরে ঘরে ‘আমার দুর্গা’রা ছড়ানো। আমাদের চোখ নেই। তাই দেখেও দেখি না। আমিও তাই কোনও এক জনের কথা বলব না। আমার তালিকাটাও বেশ বড়। ‘আমার দুর্গা’রা পথে পথে কাটান। সবাই তাঁদের ফুটপাথবাসিনী বলেন। পথেই সংসার, পথেই দশভূজা তাঁরা। গাড়িতে বসে দেখি, দুই হাতে রান্নার পাশাপাশি সন্তান আগলাচ্ছেন। পরিপাটি করে স্বামীকে হয়ত ভাত বেড়ে দিচ্ছেন। রাতে পথের এক ধারে আরামের শয্যা পাতছেন। কী ভাবে চলে এঁদের? কেউ খোঁজ নেয় না।’
-
Tollywood10 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood3 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial8 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial8 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood9 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial6 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial8 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial10 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!