Connect with us

Tollywood

বিয়ে করছেন এই হ্যান্ডসাম বাঙালি টেলি অভিনেতা! না জানলে টোটাল মিস, হৃদয় ভাঙল তার মহিলা ভক্তদের

Published

on

টলিউডে এবার বাজতে চলেছে বিয়ের সানাই। জানা গেলো খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসবেন এক টলি অভিনেতা। নাম ঋতজিৎ চ্যাটার্জী। এই মুহূর্তে তাঁকে লালকুঠি ধারাবাহিকে দেখতে পাচ্ছেন দর্শক। খুব কম সময়ের মধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ঋতজিৎ। কিন্তু পাত্রী কে?

নায়ক যে শুধু বিয়ে করছেন এমনটা নয়, প্রস্তুতিও তুঙ্গে একেবারে। খেয়ে নিলেন প্রথম আইবুড়ো ভাত। সেই ছবি দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের প্রেমিকা অর্পিতা তিওয়ারিকেই বিয়ে করবেন ঋতজিৎ চ্যাটার্জী। সেটা যে খুব শীঘ্রই সেটা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে বেশ অনেকদিন ধরেই ডেট করছেন অর্পিতা আর ঋতজিৎ। যে কোনো উৎসব বা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে বহুবার। এবার খুব তাড়াতাড়ি দুজন মিলে নতুন জীবন শুরু করবেন। দুজনের জন্যে রইলো অনেক শুভেচ্ছা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending