Tollywood
Ditipriya Roy: সে কী কথা? “দু’দিনের বেশি বিয়ে টেকাতে পারব না”, স্পষ্টই জানালেন টেলিভিশনের রানী ‘রাসমণি’

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় কিছু কিছু ধারাবাহিক চিরকালীন হয়ে ওঠে দর্শকদের মনে। আর এমনই একটি ধারাবাহিক হলো জি বাংলার পর্দায় একদা সম্প্রচারিত হওয়া ধারাবাহিক রানী রাসমণি। আর এই ধারাবাহিকে রাণী রাসমণি’র চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। আর রানী রাসমণি ধারাবাহিকের সৌজন্যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়’কে সবাই চেনে।
আসলে এই চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া দর্শকদের এতটাই প্রিয় হয়ে উঠেছিলেন যে, আজও রানী রাসমনির কথা উঠলে দিতিপ্রিয়ার মুখটাই ভেসে ওঠে। যদিও এখন এই ধারাবাহিক শেষ হয়ে গেছে! তবে ধারাবাহিক শেষের আগেই সেই ধারাবাহিককে থেকে বিদায় নিয়েছিলেন দিতিপ্রিয়া। আসলে রাণীমার অত্যন্ত শক্ত, বলিষ্ঠ ইমেজকে ভাঙতে বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন তিনি। এরপর তাঁর দেখা মিলেছে বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ডাকঘর।
উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই ফের একবার বড়পর্দায় ধরা দিতে চলেছেন ছোটপর্দার রাণীমা! এবার একসঙ্গে দেখা যাবে ঋষভ-দিতিপ্রিয়া’কে! সঙ্গী জানা গেছে, অংশুমান প্রত্যুষের নতুন ছবি অন্নপূর্ণা’তে একসঙ্গে অভিনয় করতে চলেছেন তাঁরা! ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে লন্ডনে এই ছবির শ্যুটিং। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হয়েছিলেন অভিনেত্রী।
দিতিপ্রিয়ার প্রেমিক কে? এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গুঞ্জন উঠেছে। বিশেষ করে অভিনেতা বিশ্ববসু বিশ্বাসের সঙ্গে অনেক সময়ই নাম জড়িয়েছে অভিনেত্রীর। এমন কি বলা হত বিশ্ববসুর প্রাক্তন প্রেমিকা অর্কজা আচার্যর সঙ্গে বিশ্বর সম্পর্ক ভাঙনের কারণ হয়ে উঠেছিলেন নাকি দিতিপ্রিয়া। যদিও এই প্রেমকে নেহাতই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন দুজনেই।
তবে সম্প্রতি, নিজের মনের মানুষের খোঁজ দিয়েছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছে তাঁর ও সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘ডাকঘর’। এই ওয়েব সিরিজের জন্য হইচইয়ের তরফে দু’জনকে নিয়ে একটি র্যাপিড ফায়ার রাউন্ডের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের প্রেম, বিয়ে নিয়ে জমাটি আলোচনা করেন দিতিপ্রিয়া। সেখানেই দর্শকদের করা কিছু প্রশ্ন তাঁদের হাতে তুলে দেওয়া হয়। একে একে তার উত্তর দেন তাঁরা।
সেখানে একটি মেসেজে এক নেটিজেন অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে লিখেছিলেন, তিনি নাকি অতি শীঘ্রই দিতিপ্রিয়ার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন। সেই মেসেজ দেখে সহাস্য অভিনেত্রী জিজ্ঞেস করেন, এমন আত্মবিশ্বাস কোথা থেকে এসেছে? এরপরই তিনি দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠেন তাঁর বিশ্বাস এই বিয়ে দু’দিনের বেশি টিকবে না। দিতিপ্রিয়া, সুহত্রো’র এই পর্ব মনে ধরেছে দর্শকদের।
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!