Connect with us

    Tollywood

    ফেলনার পর আবার ছোটপর্দায় ফিরছেন পুষ্পিতা মুখোপাধ্যায়! আসছে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে, উৎসাহী দর্শকরা

    Published

    on

    টেলিভিশনের অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়। বড় পর্দা এবং ছোটপর্দায় ক্ষেত্রেই সমান ভাবে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন পুষ্পিতা। তাই তাঁর গুনগ্রাহীর সংখ্যাও কম নয়।

    শেষ অভিনয় করেছেন ফেলনা ধারাবাহিকে। দ্বিরাগমন ত্রিনয়নী এমন একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন পুষ্পিতা। তবে ফেলনা সিরিয়ালের পর আবার নতুন একটি ধারাবাহিকে ফিরে আসছেন তিনি।

    জানা গিয়েছে আকাশ ৮ চ্যানেলে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন পুষ্পিতা। ধারাবাহিকের নাম “তোমায় হৃদ মাঝারে রাখবো”। নতুন কাজ নিয়ে বেশ উৎসাহিত নায়িকা। ত্রিনয়নী ধারাবাহিক ছিল পুষ্পিতার শেষ পূর্ণাঙ্গ মেগা সিরিয়াল। কারণ এরপর ধারাবাহিকে তাঁকে দেখা গেলেও মাত্র কয়েকটি এপিসোডে দেখা গিয়েছে।

    এর কারণ হলো ছেলের পড়াশোনা। ছেলে বড় হয়েছে। তাই তার দিকে নজর দিতে গিয়ে কাজের দিক থেকে একটু সরে এসেছিলেন নায়িকা। তবে এবার আবার নতুন উদ্যমে কাজ শুরু করছেন তিনি। তবে বহুদিন ধরে তাঁকে আর সিনেমায় দেখা যাচ্ছে না।

    Trending