Tollywood

Swastika Mukherjee: মুখ্যমন্ত্রী চকলেট দিয়েছেন, তাতে স্বস্তিকার স্বর্গীয় বাবা’কে টেনে তাকে মুসলিম বানিয়ে ফেলল নিন্দুকেরা! ‘আমি মুসলিম না’, রাগে চোখে জল অভিনেত্রী’র

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে উপস্থিত থাকার জন্য একাধিক কটাকে শিকার হতে হয়েছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। কিছুদিন ধরেই নেট মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা করছে বিভিন্ন নেটিজেনরা তার কারণ তিনি সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আলাপচারিত সেরেছেন। সমালোচিত হতে হতে একটা সময় স্বস্তিকা ও তার উত্তর দিয়েছেন কিন্তু সেই সমালোচনা থামবার নাম নেই। এবার অভিনেত্রীর স্বর্গীয় বাবা অভিনেতা সন্তু মুখোপাধ্যায়কে টেনে এনে বিতর্ক করা হল।

প্রসঙ্গত, গত শনিবার দুর্গা পূজার বিজয়া উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল রেড রোডে দুর্গা পূজা কার্নিভাল। যেখানে একটি ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হতেই তিনি তাকে বিজয়ার প্রণাম করেন এবং সঙ্গে উপহার পান কিছু চকলেট।

আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তিনি সমালোচিত হয়েছিলেন বেশ কিছু নেটিজেনদের কাছ থেকে। আর সেই সমালোচনার উত্তরে অভিনেত্রী লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।’

তাকে নিয়ে সমালোচনার তাও শেষ হয়নি এবার একজন নেটিজেন টুইটারে একটি টুইট করে লেখেন, তিনি বাক‍্যহারা । অভিনেত্রীর বাবাও সম্ভবত কবরে পাশ ফিরেছেন, যার অর্থ তিনিও হতভম্ব। এরপর তিনি আরো লিখেছেন, শিল্পীরা পার্শ্ব জীবিকা না থাকলে হাওয়াই চটির তলা না চেটে পশ্চিমবঙ্গে শান্তিতে থাকতে পারে না। এতো খারাপ অর্থনৈতিক অবস্থা।

Swastika controversy

এবার সেই টুইটটির জবাব দিলেন অভিনেত্রী। তিনি লিখলেন,‘আমি মুসলিম নই। জন্মগত হিন্দু আর আমার বাবাও তাই ছিলেন। আমাদের নশ্বর দেহ দাহ করে ছাই নদীতে ভাসিয়ে দেওয়া হয়। কোনো কবরের ব‍্যাপার নেই। আমার বাবা খুব গর্ব বোধ করবেন যে আমি ভদ্রতা, সম্মান দেখিয়েছি। উনি আমাদের মাননীয়া মুখ‍্যমন্ত্রী, আমার টুইটারের বন্ধু নন।’

Nira