Tollywood

অনীক দত্তের অপরাজিত নিয়ে লড়াই, ‘লোগো আমি বানিয়েছি অথচ উনি বলছেন উনি বানিয়েছেন’, ক্ষোভ প্রকাশ রাজকমল আইচের

মুক্তির আগেই অনেক দত্ত পরিচালিত অপরাজিত সিনেমাটি নিয়ে শুরু চর্চা। ছবির লোগোতে সত্যজিৎ রায়ের শৈল্পিক ভাবনা রয়েছে। পাশাপাশি লোগো বিতর্ক নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রবিবার অনিক দত্ত প্রকাশ্যে আনেন তাঁর অপরাজিত সিনেমার লোগো। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী পরিচালনার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে গল্প। লোগো বিষয়ে কথা বলতে কি এক সাক্ষাৎকারে অনেক তথ্য জানিয়েছেন তিনি নিজেই এই লোগোর স্রষ্টা। আবার কোথাও কোথাও তিনি রাজকমল আইচের নাম উল্লেখ করেছেন। এই নিয়ে শুরু হয়েছে সমস্যা।

রাজকমলের চোখে পড়েছে এই বিষয়টি। তাই মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তিনি দাবি করছেন লোগোর সম্পূর্ণ ভাবনাচিন্তা তাঁর মস্তিষ্কপ্রসূত। অথচ পরিচালক অনীক দত্ত তাকে সেই সম্মানটুকু দিচ্ছেন না।

অনীক দত্তর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন এ বিষয়টি নিয়ে সমস্যা চলছে। তাই তিনি ঠিক করেছেন তিনি মতামত জানিয়ে দেবেন ফেসবুকে এরপর যার যা বিচার করার সে সেটা নিজেই করে নেবে। আবার রাজকমল বলেছেন যে একটি লোগো কখনো একজন ব্যক্তির ভাবনা হয় না।

ট্রেন থেকে শুরু করে অপু দুর্গা সব ভাবনা দিয়েছেন তিনি নিজে। অন্যদিকে অনীক দত্ত ট্রেনটি বড় করার পরামর্শ দিয়েছেন। আবার তাতে ক্যামেরা বসিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এভাবেই কাজটি সফল হয়েছে। কিন্তু পরিচালক এখন সম্পূর্ণ কৃতিত্ব একাই নিতে চাইছেন, দাবি রজকমলের।

Piya Chanda