Tollywood
Ankush Oindrila Srabanti: ঐন্দ্রিলাতে আর বসছে না মন, শ্রাবন্তীকে সরাসরি বিয়ের প্রস্তাব অঙ্কুশের! রাগে-ক্ষোভে ফুটছেন ১৩ বছরের পুরনো প্রেমিকা…

টলিউডে প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। কারোর বছর বছরের প্রেম। বিয়ে না করেও দিব্যি থেকে গেছেন তাঁরা। আবার কারোর বিয়ের পিঁড়িতে বসতে না বসতেই সেই সম্পর্কের ইতি হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে অন্য সম্পর্কে।
যেমন এই বিষয়ে সবথেকে চর্চিত জুটি হল প্রসেনজিৎ – দেবশ্রী। প্রসেনজিৎ দেবশ্রীর ছোটবেলা থেকে প্রেম। সেই বিয়ে গড়িয়েছিল বিয়ের পিঁড়ি অবধি। অত্যন্ত চর্চিত জুটি ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি তাতে। বিয়ের তিন বছর পর ভেঙে যায় সেই সম্পর্ক।
আবার বিয়ের বিষয়ে আরও এক বিখ্যাত নাম হল শ্রাবন্তী। একের পর এক বিয়ে নিয়ে সারাক্ষণ চর্চায় থাকেন তিনি। একটি নিয়ে ভাঙতে না ভাঙতে তাঁর পরের বিয়ের খবর হয়ে যায়। তবে এবার সবাই চেয়ে রয়েছে অঙ্কুশ – ঐন্দ্রিলার বিয়ের দিকে। কিন্তু বরাবরই এই বিষয়ে বিশেষ মুখ খোলেন না তারা। একে অপরের পরিবার, ক্যারিয়ার সমস্ত আপ – ডাউনে তারা পাশে থাকেন। কিন্তু বিয়ের বিষয়েই যেন মুখে কুলু আটেন।
ভ্যালেন্টাইন্স ডের দিন অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি তাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ পাচ্ছে। এছাড়াও এই দিনেই অঙ্কুশের জন্মদিন। তবে বিয়ের বিষয়ে, বিয়েটা হবে কিনা জানিনা এই উত্তরই পাওয়া গেছে। তাও, নিয়ে সম্পর্কে এই সন্দিহান মনোভাব অঙ্কুশ তাঁর ও ঐন্দ্রিলার একটি রোমা’ন্টিক ছবি শেয়ার করে লিখেছেন।
ছবিটি সম্ভবত বেশ পুরনো একটি ছবি। তাতে অঙ্কুশের কো’লে বসে রয়েছেন প্রেমিকা ঐন্দ্রিলা। একে অপরকে চু’ম্বন করছেন। আর ঠিক তার ওপরেই লেখা, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না”।
আর ব্যস তারপর ইন্ডাস্ট্রির একের পর একজনের ফোন তাঁর কাছে আসছে। এর মাঝে অভিনেত্রী শ্রাবন্তীও কার্যত ঝাড় দিতেই ফোন করেন। কিন্তু অঙ্কুশ বরাবরই বেশ রসিকতার সঙ্গে উত্তর দিতে পছন্দ করেন।
এখানেও উত্তর দিয়েছেন, “শ্রাবন্তীর যদি এতই সমস্যা হয় আমার ব্যাচেলর থাকা নিয়ে, তো ও করে নিক না আমাকে বিয়ে, আমার কোনও সমস্যা নেই”। কিন্তু বলার পরই বোঝেন আবহাওয়া ওদিকে পাল্টে গিয়েছে। ঐন্দ্রিলা খচে বোম।
কিন্তু আদতেই কি তাই? একটু ভাবলে বোঝা যাবে যে এরকমটি একদমই নয়। বরং অঙ্কুশের সিনেমা জীবনের প্রথম দিকের নায়িকা শ্রাবন্তী। তাঁর সঙ্গে মাঝে মধ্যেই বিদেশে শ্যুটিং- এ যান। তাঁর নিচে কমেন্টে খুনসুটি করেন শ্রাবন্তী – ঐন্দ্রিলা দুজনেই। সুতরাং এই ভিডিও যে একদম মজা করেই তা সবাই বুঝতেই পেরেছেন। তবে এত ঘনঘটা করে ১৪ ফেব্রুয়ারি উন নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় মেতে উঠেছেন। নতুন কিছু কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য?
-
Tollywood11 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood4 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial10 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial10 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood10 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial8 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial10 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial12 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!