Tollywood

ভাগ্যিস অপু মরলো! সিরিয়াল শেষের আগে মন্তব্য অভিনেত্রী সুস্মিতা দে’র

বর্তমানে বাংলা সিরিয়াল বাঙালিদের বিনোদনের অন্যতম মাধ্যম। ছেলে যখন এই ধারাবাহিকগুলিতে একঘেঁয়েমি চলে আসে তখন সমালোচনা করতে ছাড়ে না দর্শকরা। টিআরপির প্রতিযোগিতা তো সেই সঙ্গে পাল্লা দিয়ে রয়েছেই। তাই সেই দিক দিয়ে যখন কোনো ধারাবাহিক স্থান নিচে নেমে আসে তখন তার উপর চলে আসে কোপ।

প্রসঙ্গত অল্পদিনের মধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিক অপরাজিত অপু। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। নায়িকা সিরিয়ালের মাধ্যমে ডেবিউ করলেও সহজেই মন জিতে নিয়েছেন দর্শকদের। কিন্তু কম টিআরপি হওয়ার কারণে এবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক।

images 1

তার জায়গায় আসছে জি বাংলার নতুন সিরিয়াল উড়ন তুবড়ি। চ্যানেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কবে শেষ হচ্ছে ধারাবাহিক। আগামী ২৫ মার্চ শেষ শুটিং। আশীষ করব দেখা যাবে আগামী ২৬ মার্চ। সুস্মিতা এ ধারাবাহিকের মধ্য দিয়ে টলিউড জগতে প্রবেশ করেছিলেন। তাই প্রথম কাজ শেষ হওয়ায় মন খারাপ নায়িকার।

তবে আক্ষেপ নেই তাঁর। এমনিতেও তো এখন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট নাম করে নিয়েছেন সুস্মিতা। অন্যদিকে দর্শকরা বলাবলি করছেন সঠিক সময় ধারাবাহিক শেষ করে দেওয়া হচ্ছে।

images 3

অপু অর্থাৎ সুস্মিতা নিজেও সে কথাই বলছেন। তাঁর অবশ্যই খারাপ লেগেছে। একটা ধারাবাহিক শেষ হলে কী হয় সেটা প্রথম অনুভব করলেন তিনি। তবে তার মধ্যে শান্তি পেয়েছেন। অপু বিডিও হতে চেয়েছিল।

অনেক লড়াইয়ের পর সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে। এরপরে ধারাবাহিক টেনে নিয়ে গেলে সেটা অযাচিত হত। কিছুদিন আগেই সিরিয়ালে দেখানো হয়েছে মারা গিয়েছে অপু। কিন্তু আর পাঁচটা সিরিয়ালের মধ্যে ধারাবাহিকেও মারা গিয়েও বেঁচে ওঠে আবার নায়িকা।

images 2

এ নিয়ে তীব্র কটাক্ষ হয় সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রী নিজেই তবে অভিনেত্রী নিজেই বিষয়টিকে বেশ উপভোগ করেছে। নায়িকা বলেছেন মরে গিয়ে যে কী লাভ হয়েছে তাঁর সেটা তিনি বুঝতে পেরেছেন। সেসময় নায়িকা বাস্তবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে ছুটি নেওয়ার সময় পেয়েছেন।

Piya Chanda