Connect with us

Tollywood

Debleena Dutta: তথাগতর পর আবার বিয়ে করলেন দেবলীনা! নিজের পোষ্যকেই বিয়ে করলেন নায়িকা! বোঝো কাণ্ড…

Published

on

কপালে আঁকা চন্দন। নিজের পোষ্য কুকুরের গলা জড়িয়ে ধরে ছবি তুললেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। শুধু তাই নয় সরাসরি দেবলীনা দত্ত লিখলেন রেক্সিকে বিয়ে করলাম।

ব্যাস, এই একটা ঘোষণাতেই কেঁপে উঠল নেট দুনিয়া। অবাক পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধুরাও। নতুন বধুর সাজে নিজেকে ধরা দিলেন দেবলীনা। নায়িকা যে ছবি শেয়ার করেছেন তার ক্যাপশন দেখে চোখ কপালে উঠেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

কেন অভিনেত্রী এই সিদ্ধান্ত নিলেন এই প্রশ্ন উঠেছে বারবার। কেউ আবার আশীর্বাদ করে শুভেচ্ছা জানালেন। নায়িকার পরনে জিন্স এবং টি-শার্ট আর কপালে চন্দনের কলকা। নিজের আদরের পোষ্য কুকুরের সঙ্গে মিষ্টি ছবিটি শেয়ার করেন নায়িকা। দোলের দিন এই ছবি দেখে অবাক নেট দুনিয়া।

প্রসঙ্গত, বহু বছর ধরে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার করার পর ঘর ভাঙ্গলেও বন্ধুত্ব অটুট থেকেছে দুজনের। দুজনেই প্রাণীদের ভালোবাসেন। কিন্তু ব্যক্তিগত জীবনে কী ঘটেছিল সেটা নিয়ে কেউই একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেননি। এদিকে বিবৃতির প্রেমের গুঞ্জন টলিউডের অন্দরে এখনও ঘুরে বেড়াচ্ছে।

Trending