Connect with us

Tollywood

Tolly Couple Marriage: বড় বসন্তে বাজলো বিয়ের সানাই! বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা! পাত্রীও এই ইন্ডাস্ট্রির

Published

on

বড় বসন্তে কেউ প্রেমের জোয়ারে ভাসছে। আবার কারো ক্ষেত্রে চার হাত এক হচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড বলিউড সেলিব্রেটি সবার ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য। এবার আবার এক সুখবর এলো।

বিয়ের মাস পড়তে না পড়তেই টলিপাড়ায় একাধিক বিয়ের সানাই বেজে চলেছে। বাংলা সিরিয়ালের জনপ্রিয় এক অভিনেতা এবার বিয়ের পর্ব সেরে ফেললেন। বহুদিনের প্রেম পরিণতি পেলো। কে তিনি জানেন?

যে নায়ক বিয়ে করলেন তিনি হলেন সৌমিক সাহা। দোলের পরই বিয়ে করলেন দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা সেন। তার পাশাপাশি বিয়ের পিঁড়িতে বসলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সৌমিক সাহা। স্টার জলসার টেক্কা রাজা বাদশা, জি বাংলা হৃদয় হরন বিএ পাস এর মত একাধিক ধারাবাহিকে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে সান বাংলার আদরের বোন ধারাবাহিকে দেখা যাচ্ছে এই অভিনেতাকে।

বান্ধবী এবং ভালোবাসার মানুষ ঐশী চক্রবর্তীর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সৌমিক। ঐশী নিজে একজন মডেল এবং অভিনয়ও করেন। জিতের আগামী ছবি চেঙ্গিসেও অভিনয় করতে দেখা যাবে তাকে। সৌমিক এবং ঐশীর এই বিশেষ দিনে আদরের বোন পরিবারের প্রায় প্রত্যেক সদস্য উপস্থিত ছিলেন।

Trending