Tollywood

মৃত্যুর আগে শেষ ছবি! পর্দায় নায়ক হয়ে ফিরবেন অভিষেক চট্টোপাধ্যায়

একটি অনুষ্ঠানে এসে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় জানিয়েছিলেন ১২টি ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। নাকের মনের এই কষ্ট ঈশ্বর বুঝতে পেরেছেন। তাই মৃত্যুর আগে শেষ সিনেমায় নায়ক হয়ে ফিরেছেন তিনি বড় পর্দায়। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রানা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় পঞ্চভুজ সিনেমা। নায়কের বিপরীতে রয়েছেন কণিকা বন্দ্যোপাধ্যায় সোমা বন্দ্যোপাধ্যায়ের মত অভিনেত্রীরা। জানা গেছে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির পোস্টার এবং গান। প্রযোজনা করেছেন সৌমেন চট্টোপাধ্যায়।

এ বিষয়ে পরিচালকের কাছে প্রশ্ন রাখে একটি বিশেষ সংবাদ মাধ্যম। সিনেমায় অভিষেকের চরিত্র কেমন সেই বিষয়ে পরিচালক জানিয়েছেন চরিত্রটির নাম রাঘব। রাঘব পঞ্চভুজ আশ্রমের একজন বাসিন্দা শহর থেকে অনেকটাই দূরে। এই আশ্রমটিতে একদল অনাথ ছেলে মেয়েও থাকে। রাঘবের ভাবনা মেনে এগিয়ে যায় পঞ্চভুজ। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সেই আশ্রমের বাসিন্দারা বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়েও তাদের দক্ষতার প্রমাণ দিতে থাকে। তারপরেই হঠাৎ করে শুরু হয় রাঘবের কিছু ব্যক্তিগত সমস্যা। এরপরের গল্প আর জানাননি পরিচালক রানা বন্দোপাধ্যায়।

দীর্ঘদিন পাদে বড় পর্দায় ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু সেইসঙ্গে ছিল তাঁর শারীরিক সমস্যাও। বেশ কিছু দৃশ্যে পায়ের ব্যথা থাকা সত্ত্বেও ভীষণ উপভোগ করে শুটিং করেছেন তিনি। অভিষেকের সঙ্গে সিনেমায় অভিনয় করা সোমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শুটিং করতে এসে বুঝতে পারেন অভিষেক খুবই ভদ্র এবং অমায়িক মানুষ যাঁর মতো এই ব্যক্তিত্বের অভাব রয়েছে ইন্ডাস্ট্রিতে।

Piya Chanda