Connect with us

Tollywood

আসল নাম ছিল ঝুমঝুম, পরে তা থেকে রচনা! নতুন নাম যিনি রেখেছেন সেই সুখেন দাশকে কি মনে রেখেছেন রচনা ব্যানার্জি?

Published

on

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত নায়িকা রচনা ব্যানার্জি। নায়িকার কান্নার এই দৃশ্য ফুটে উঠেছিল ক্যামেরায়। বাবাকে হারানোর পর অভিষেকের মতো একজন বন্ধুকে হারালেন অভিনেত্রী রচনা।

অভিষেকের সমসময়ের জনপ্রিয় নায়িকার অনুরাগী রয়েছে প্রচুর। ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়ালিটি শো নায়িকাকে নতুন পরিচয় দেয়। কিন্তু রচনা নায়িকার আসল নাম নয়। জানেন আসল নাম?

প্রকৃত নাম ঝুমঝুম ব্যানার্জি। সেখান থেকে নায়িকা যখন অভিনয় জগতে প্রবেশ করেন তখন তাঁর নাম দেওয়া হয় রচনা। এই বাঙালি নায়িকার সাফল্যের পিছনে অনেক বড় হাত ছিল অভিনেতা-পরিচালক সুখেন দাশের। সেই সুখেন দাশের কথা কি মনে রেখেছেন রচনা? নেকেড যেটি অনুষ্ঠানে এসে জানিয়েছিলেন তাঁর আসল নাম ঝুমঝুম।

স্কুলের শংসাপত্র থেকে শুরু করে মিস ক্যালকাটার খেতাব… সবতেই ছিল সেই নাম। বাবার বন্ধু ছিলেন সুখেন দাশ। তিনি একবার রচনাকে ছবির অফার দেন। কিন্তু তাঁর ঝুমঝুম নামটা ছিল ভালো লাগেনি সুখেনের। তিনি বলেছিলেন যে ঝুমঝুম নামটা শুনলে সকলে বলবে মুনমুনের মেয়ে।

রবীন্দ্র রচনাবলী নাম থেকে নায়িকার নাম দেওয়া হলো রচনা। -কন্যা অভিনেত্রী ও ইম্পা প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত বলেন যে রচনা এখনো মনে রেখেছেন সুখেন দাশকে। পিয়া বলেন যে বাবাকে ভীষণ সম্মান করেন রচনা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending