Tollywood

Raja-Madhubani: সেলিব্রেটি হলেও নেই কোন অহংকার! ইকো পার্কে ছেলেকে নিয়ে ঘোরার ফাঁকেই সেলফি তুললেন ভক্তের সঙ্গে! নেট দুনিয়া জুড়ে প্রশংসার বন্যা মধুবনী-রাজাকে ঘিরে

রাজা গোস্বামী এবং মধুমনি গোস্বামী। আলাদা করে এখন না দুজনের পরিচয় দিতে লাগেনা। একটা সময় দুজন টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন এবং অফস্ক্রিন জুটি হয়ে উঠেছিলেন। আজ দুজনের সুখের সংসার ছেলে কেশবকে নিয়ে। মধুবনী এখন পুরোপুরি টেলিভিশন থেকে দূরে সংসারী হয়ে উঠেছেন।

সম্প্রতি দুজনকে দেখা গিয়েছিল স্টার জলসার একটা জনপ্রিয় রিয়ালিটি অনুষ্ঠান ইস্মার্ট জোড়িতে। সেই সময় দুজনের ভক্তদের সংখ্যা হু হু করে বেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে তার আগে থেকেও দুজনের ভক্তদের সংখ্যা খুব একটা কম নয় বিভিন্ন সোশ্যাল মাধ্যমগুলিতে। ২০১৬ সালে রিল লাইফ জুটি থেকে রিয়েল লাইফ জুটিতে পরিণত হয়েছেন দুজনে।

20221014 193455
২০২১ সালের ১০ এপ্রিল রাজা ও মধুবনীর কোল আলো করে আসে তাদের একমাত্র পুত্র সন্তান কেশব। এখন ছেলের উপর পুরোপুরি ধ্যান দিয়েছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। পাশাপাশি দুজনের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে দুজনের ব্যক্তিগত জীবনের নানা সময়ের বিভিন্ন ভিডিও ভক্তদের জন্য শেয়ার করেন তারা।

এবার সম্প্রতি দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। দেখা গেছে ইকোপার্কে ছেলেকে নিয়ে দুজন মিলে সুন্দর সময় কাটিয়েছেন তারকা জুটি হলেন মধুবনী গোস্বামী ও রাজা গোস্বামী।সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে আবার একবার দর্শকদের কাছে আবার বিপুল পরিমাণে প্রশংসা অর্জন করলেন এই জুটি।

অভিনেত্রীর কথায় তারা যে এভাবে কেশবকে নিয়ে সাইকেলে করে ঘুরতে পারবেন তা তাদের কল্পনায় ছিল না। ছোট্ট ছেলেকে নিয়ে এভাবে নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে ঘুরে বেড়িয়েছেন এবং মজা করেছেন সেটা সেই ভিডিও থেকে স্পষ্ট। তবে দর্শকদের মন জয় করে নিয়েছে অন্য একটি বিষয়।

20221014 192658

যেহেতু এই তিনজনের ব্যক্তিগত সময় কাটাতে গিয়েছিলেন সেখানে তাই ফ্যানেদের সঙ্গে দেখা হলেও তাদেরকে আলাদা করে সময় না দিলেও পারতেন এই জুটি। কিন্তু রাজা বা মধুবনী কেউই তেমনটা করেননি উপরন্তু ফ্যানেদের সঙ্গে দেখা হওয়া মাত্রই তাদের সব অনুরোধ রেখেছেন এবং সেলফি তুলেছেন। সেগুলো সব ভিডিওর মাধ্যমে দেখেছে দর্শকরা। এতেই এখন দুজনকে ঘিরে নেট দুনিয়ায় প্রশংসার ঝড়। ভক্তরা তো ছিলই তার পাশাপাশি অন্যান্য মানুষরাও দাবি করছে সেলিব্রিটি হয়েও কিভাবে নিজেকে মানুষের মাঝে রাখা যায় সেটা এদের থেকে শিখতে হয়।

Nira