Connect with us

Tollywood

Rukmini Maitra: কুকুর রুক্মিণীকে নয়, রুক্মিণী কামড়েছিল কুকুরকে! পরে নাকি মারাও যায় সেই কুকুর! “আপনার বাড়ির গেটে কি লেখা থাকে মানুষরূপী কুকুর হইতে সাবধান?” Troll করছে নেটিজেন

Published

on

খবরের ভাষায় একটা কথা আছে, কুকুর মানুষকে কামড়ালে খবর হয় না। কিন্তু মানুষ কুকুরকে কামড়ালে সেটা খবর। আবার সেলিব্রিটিরা তো যাই করে তাই খবর।

Rukmini Maitra: রুক্মিণীর কামড় খেয়ে মারা গিয়েছিল কুকুর! দেবকে সাবধানে থাকার পরামর্শ শাশ্বতর -

তাহলে ভাবুন তো, সেলিব্রিটিরা যদি কুকুরকে কামড়ে দেয় তাহলে সেটা কত বড় খবর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে অপুর সংসারের কিছু ক্লিপিংস ভাইরাল হচ্ছে।

চ্যাম্প ছবি রিলিজের সময় প্রমোশনের জন্য অপুর সংসারে এসেছিলেন জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী। সেখানেই কথায় কথায় রুক্মিণী জানান তিনি একটি কুকুরকে কামড়ে দিয়েছিলেন।

Pugs Not Considered Typical Dog Breed from Health Perspective

তখন তাঁর বয়স সাড়ে চার বছর। তাঁদের রিলেটিভের এক কুকুর যার নাম বক্সি, তার সঙ্গেই ঘটে ঘটনাটি। বক্সি তার বুকের ওপর ঝাঁপ মারায় উল্টে সেই বক্সিকে কামড়ে দেয়।

পরে অবশ্য বাচ্চা রুক্মিণীকে ১৪ টি ইনজেকশন নিতে হয়েছিল। কিন্তু কিছুদিন পর জানা যায়, রুক্মিণী একদম ঠিক হয়ে গেলেও কুকুরটি মারা যায়। আর এই ঘটনা শুনে সঞ্চালক শ্বাশ্বতসহ দেব ও দর্শক সবাইতো হেসে গড়িয়েই যাচ্ছিল।

Trending