Tollywood

Debleena Kumar: উপার্জন করছেন পশ্চিমবঙ্গ থেকেই অথচ নিজেকে বাঙালি ভাবতে কষ্ট হয় এই নায়িকার! বিদেশের এই শহর সেরা তাঁর কাছে! চরম কটাক্ষের মুখে উত্তম কুমারের নাতবউ

আমাদের জীবনের প্রায় প্রত্যেকেরই স্বপ্ন থাকে প্রতিষ্ঠিত হওয়া নিজের রোজগারে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো এবং সুখে শান্তিতে থাকা পরিবারের সঙ্গে। কিন্তু রোজগারের সময় অনেকেই দূরে থাকতে হয় পরিবারের থেকে। কেউ দেশের মধ্যে থেকেও পরিবারের থেকে দূরে থাকছে আবার কাউকে চলে যেতে হচ্ছে বিদেশে।

তবে তারা বিদেশের প্রবাসী বাঙালি তারা কিন্তু নিজের দেশকেই সব থেকে বেশি ভালোবাসে। প্রায় প্রত্যেকেই সময় সুযোগ হলেই দেশে ফিরে আসতে চায়। কারণ সেখানেই রয়েছে স্নেহের ছায়া, আদরের বাড়ি এবং পরিবার।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

তবে এই নায়িকার কাছে নিজের দেশের থেকেও প্রিয় বিদেশ। এমনকি নিজের দেশে যেখানে পরিবার রয়েছে সেখান থেকেও দূরে ভালোবাসেন তিনি থাকতে। এক পারিবারিক ঐতিহ্য রয়েছে নায়িকার শ্বশুরবাড়িতে। চিনতে পারলেন কার কথা বলছি?

হ্যাঁ, তিনি হলেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং মহানায়ক উত্তম কুমারের নাতির স্ত্রী। গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারকে এখন চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। দুজনেই অভিনয়ের ক্ষেত্রে নিজের নিজের প্রতিভার মাধ্যমে দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আর তার উপর রয়েছে সোশাল মিডিয়া। এই দৌলত এখন বড় বড় তারকাদের অন্যরকম পরিচিতি গড়ে উঠছে ভক্তদের মধ্যে। তারকারা নিজের অনুরাগীদের আরো কাছাকাছি থাকতে পারছেন নিজেদের ব্যক্তিগত জীবন শেয়ার করে। তেমনি কিছু ছবি সম্প্রতি দেবলীনা শেয়ার করেছিলেন বিদেশ থেকে। কিন্তু কটাক্ষের মুখে পড়তে হলো নায়িকাকে।

Deblina .

নায়িকা সম্প্রতি নিউইয়র্ক ভ্রমণে গিয়েছিলেন। রকফেলারে ঘুরতে গিয়ে সেখান থেকে কিছু ছবি তিনি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই শুরু হয়েছে বিতর্ক। নায়িকা কে ডেনিম জিন্স আর সাদা রঙের টপ পড়ে একদম সাদামাটা সাজে দেখা গেল। ক্যাপশনে লিখেছেন “মনে হয় না আমি এই শহরের জন্যই তৈরি?”

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

আর তাতেই আপত্তি জানিয়েছে বহু মানুষ। তাদের বক্তব্য উপার্জন করার বেলায় এই পশ্চিমবঙ্গ, টলিউড কিন্তু থাকার বেলায় বিদেশ? এমন দ্বিচারিতা মানসিকতা কেন? এই নিয়ে বেশ কিছু মানুষ প্রতিবাদ জানিয়েছে কমেন্ট বক্সে।

Nira