Tollywood

Dev Angry: “কাছের মানুষকে ভুলেই গেলে আর এক কাছের মানুষকে পেয়ে?” জীবনের ‘প্রথম নায়িকা’ রচনাকে অন্য নায়কের সাথে দেখে মারাত্মক রেগে গেলেন দেব! তারপর…

বর্তমানে দেব এবং রুক্মিণীর কেমিস্ট্রি মন কাড়ছে ভক্তদের। ‘কিশমিশ’ ছবিতে এনাদের অভিনয় ঝড় তুলেছিল বক্স অফিসে। আর সেখান থেকেই এদের জুটি ‘সেরা জুটি’ দর্শকদের কাছে। অনস্ক্রিনে যেমন মন কেড়েছে এদের রসায়ন, বাস্তবেও ঠিক একই। ২০১৭ সালে Chaamp ছবির প্রোমোশনের জন্য শাশ্বত চ্যাটার্জীর সঞ্চালিত কমেডি শো ‘অপুর সংসার’ -এ এসেছিলেন দেব-রুক্মিণী। সে সময় সবে প্রেম করতে শুরু করেছিলেন তাঁরা। এখন তাঁরা হিট জুটি।

When will Dev marry Rukmini Maitra? | Bengali Movie News ...

যদিও দেবের জীবনের প্রথম নায়িকা ছিলেন কিন্তু অন্য কেউ। সেই নায়িকার এখন পরিচয় হল ‘দিদি’। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে যাঁকে প্রতিদিন দেখেন দর্শক। সেই হল রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ দেব তাঁর নায়িকার উপর খোঁচে গেলেন কেন? অভিমানী দেব মনের কথা চেপে রাখতে না পেরে বলেই বসেন রচনাকে, ‘কাছের মানুষকে ভুলে গেলে আর এক কাছের মানুষকে পেয়ে!’

দেব রুক্মিণী Dev Rukmini রচনা ব্যানার্জী Rachana Banerjee

দেবের মুখে এই কথা শুনে অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে, এরূপ কথার মানে কি? তাহলে এবার খোলসা করেই বলা যাক! দেব যে কাছের ‘আর এক মানুষের’ কথা বলছেন, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ ও রচনা – টলিপাড়ার দুই তারকার সম্পর্ক বরাবরই ভাল। একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তাঁরা। আজও তাঁদের বন্ধুত্ব রয়েছে গাঢ়। সেই রচনা-বুম্বার কাণ্ড দেখেই ভয়ঙ্কর রেগে গেলেন দেব।

Prosenjit Chatterjee on Twitter: "Wishing Rachana Banerjee a fantastic  Birthday.Stay well, stay blessed dear...lots of love  https://t.co/vzzJRtc9AD" / Twitter

‘দিদি নম্বর ওয়ান’-এ অতিথি হিসাবে এসেছিলেন দেব ও প্রসেনজিৎ। সেখানে নায়ক প্রসেনজিৎ নিজে হাতে ফুচকা বানিয়ে পরিবেশন করছিলেন রচনাকে। রচনাও সাদরে উপভোগ করে খাচ্ছিলেন। মঞ্চে বুম্বার সঙ্গে টক-ঝাল, মিষ্টি রসিকতাও করেন অভিনেত্রী। সেখানে দেব উপস্থিত থাকলেও তাঁকে যেন পাত্তাই দিলেন না দুই তারকা! এসব দেখে বেজায় অভিমান করেন দেব।

Dev Adhikari - Dev's top 5 Bengali films as a producer that also have him  in a lead role - Telegraph India

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব- দুজনের সঙ্গেই খুব ভাল সম্পর্ক রচনার। প্রসেনজিতের সঙ্গে বহু ছবিতে জুটি বেঁধেছেন রচনা৷ তাঁদের জনপ্রিয় ছবি ‘সবুজ সাথী’, সেই গানেই পা মেলান তাঁরা।

অন্যদিকে দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’। যে ছবির নায়িকা ছিলেন রচনা। জীবনের প্রথম নায়িকাকে তাঁর পুরনো নায়কের সঙ্গে দেখে অভিমানী দেব রচনাকে বলেন, ‘‘কাছের মানুষকে ভুলে গেলে আর এক কাছের মানুষকে পেয়ে!’’

Tollywood - Prosenjit and Dev on their socially relevant film Kacher Manush  - Telegraph India

যদিও এই পুরো ঘটনাটাই রসিকতার ছলে ঘটেছে। আর এমন মশকরা লেগেই থাকে তারকাদের মধ্যে। তবে মাসখানেক বাদে শোয়ের সেই অংশের ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল পরে যায়।

Nira