Food
পুজোর আনন্দে সামিল হবেন অতিথি? বাড়িতেই রেঁধে তাক লাগিয়ে দিন চিকেন কিমা পোলাও দিয়ে

পুজো তো এসেই গেল। প্রস্তুতির অন্যতম অংশ হলো কোন দিন কি রান্না হবে তার তালিকা তৈরি করা। মূলত বেশিরভাগ মানুষ পুজোর কটা দিন আমিষ রান্না খেতে পছন্দ করেন। চিকেন বা মাটনের অনেক রেসিপি আপনারা এতদিন খেয়েছেন এবং রান্না করেছেন তবে আজ পোলাও দিয়ে চিকেনের একটা অন্যতম রেসিপি দিলাম আপনাদের জন্য।
এর নাম হলো চিকেন কিমা পোলাও। বাড়িতে পরিবারের জন্য এবং অতিথিরা এলে তাদের জন্য রান্না করে একেবারে অবাক করে দিন সকলকে। এর অনবদ্য স্বাদ অনেকদিন মুখে লেগে থাকবে গ্যারান্টি দিয়ে বলতে পারি।
উপকরণ: ৩০০ গ্রাম চিকেন কিমা
৩ কাপ বাসমতি চাল
৫ টি মাঝারি মাপের পেঁয়াজ
১চা চামচ রসুন বাটা
১চা চামচ আদা বাটা
১চা চামচ হলুদ গুঁড়ো
১চা চামচ জিরে গুঁড়ো
১চা চামচ লঙ্কা গুঁড়ো
১ টি টমেটো
২ টেবিল চামচ টকদই
২চা চামচ চিনি
স্বাদ মত নুন
৪টেবিল চামচ ঘি
২টি তেজপাতা
৬ টি ছোট এলাচ
৬ টি লবঙ্গ
১/২ চা চামচ শাজিরে
২টি দারচিনি
১/২ চা চামচ জয়িত্রি ফুল
১/২কাপ মটরশুঁটি
৮টি পুদিনা পাতা
১ টেবিল চামচ ধনেপাতা কুচি
পরিমাণ মত সাদা তেল
পদ্ধতি: এলাচ, লবঙ্গ,জয়িত্রি, দারুচিনি ও শা-জিরে শুকনো তাওয়া তে ভেজে গুঁড়ো করে রাখুন। চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দেবেন। কিমা বানানোর জন্য-কড়াইয়ে পরিমান মত সাদা তেল গরম করে তাতে ৩ টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালী রঙের হলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। কাঁচা গন্ধ চলে গেলে এবার ওতে জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে নেড়ে মাংস ঢেলে দিয়ে একটু নেড়ে নেবেন। যখন তেল ছাড়বে তখন টকদই ও পরিমাণমতো লবণ দিয়ে আরো একটু কষিয়ে ১কাপ গরম জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে গেলে গ্যাস বন্ধ করে দিন। একটা ননস্টিক পাত্রে ঘি গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে ২ টো পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে সোনালী করে ভাজুন। ওর সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে জল ঝরানো চাল দিয়ে ভাজুন। চাল ঝর ঝরে মতো হলে ওর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলা, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, চিনি ও স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করুন ও ৬কাপ জল ঢালুন। ভাত ফুটে উঠলে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট মতো রান্না করুন। ১০ মিনিট পরে ঢাকনা খুলে ওর মধ্যে মটর শুঁটি ও রান্না করা চিকেন কিমা দিয়ে গ্যাস একদম কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রেখে দেবেন। ১০ মিনিট পর গ্যাস অফ করে দিয়ে একটা হাতা দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে দিয়ে আরো ১০ মিনিট আবার ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে গেলো চিকেন কিমা পোলাও।
-
Tollywood10 months ago
তৃণা সাহার বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক অভিযোগ অভিষেক-পত্নীর! ‘এবার বাড়াবাড়ি করছেন’, সংযুক্তাকে দুষছে নেটপাড়া
-
Tollywood3 months ago
Aparajita Adhya: শাড়ি এখন অতীত, খোলামেলা পোশাকে লক্ষ্মী কাকিমা হয়ে উঠলো ল্যাক্স! অপরাজিতা আঢ়্যর ছবি দেখে ঢোক গিললো ভক্তরা
-
Bangla Serial8 months ago
মিঠাই ছেড়ে দিলেন প্রধান অভিনেত্রী!চলে গেলেন অন্য চ্যানেলের ধারাবাহিকে, মন খারাপ মিঠাই ভক্তদের
-
Bangla Serial8 months ago
নিজের বোনকে বিয়ে করে নিয়েছে মোদক পরিবারের ছোট ছেলে! তবুও সিডি বয়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল ওমি আগারওয়াল, ভাইরাল তার সোশ্যাল মিডিয়া বার্তা
-
Tollywood9 months ago
অবশেষে গ্রেফতার হলেন মৃত অভিনেত্রী পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
-
Bangla Serial6 months ago
Mithai: মিঠাই শেষ হচ্ছে আগামী ২৮শে আগস্ট রাত আটটায়, পোস্টে পোস্টে ছয়লাপ ফেসবুক! মুখ খুললেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, সত্যিটা করলেন স্বীকার
-
Bangla Serial8 months ago
‘যে যা ভাবছে ভাবুক, আমার সঙ্গে আদৃতের সম্পর্ক নিয়ে কিছু বলার নেই’, এবার সিডি বয়-মিঠাইয়ের ঝগড়া নিয়ে মুখ খুলল সৌমিতৃষা!আদৃতের সঙ্গে যে তার কথা বন্ধ ঘুরিয়ে জানাল সেটা
-
Bangla Serial10 months ago
বছরের-পর-বছর অভিষেককে বাদ দিয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! ‘এখন তাদের থেকে টাকা নেব আমি?’, মিথ্যা অভিযোগ ঘিরে সরব অভিষেকের স্ত্রী সংযুক্তা!