Food

খেতে ভালোবাসবে আট থেকে আশি ! রইল চিঁড়ের অমলেট তৈরির পদ্ধতি

প্রতিদিন একঘেয়ে রান্না করতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট থেকে এবার সবার মনের মত খাবার তৈরী করাটা ঝক্কির।

কিন্তু এই রেসিপি ৫ মিনিটে তৈরী করতে পারবেন। এই অমলেট যেমন ঝটপট তৈরী হয়ে যায় তেমনি খেতেও দারুন সুস্বাদু। তাই বাচ্চা থেকে বড় সবার পছন্দের জলখাবারের জন্যে ঝটপট বানিয়ে ফেলুন চিঁড়ের অমলেট।

উপকরণ: চিঁড়ে, ডিম, রান্নার জন্য তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মত নুন

Chirer Omlete Recipe 2 1প্রণালী: চিঁড়ে ধুয়ে নিয়ে সামান্য জল দিয়ে নরম হওয়ার জন্য রেখে দিতে হবে। আরেকটা পাত্রে দুটো কাঁচা ডিম ভালো করে ফেটিয়ে নেবেন।

 

Chirer Omlete Recipe 2

 

 

চিঁড়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও নুন মেশান। ফেটিয়ে রাখা ডিম মিশিয়ে নেবেন। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কড়ায় তেল দিয়ে চিঁড়ে ডিমের মিক্স দিয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন ১-২ মিনিট। দুইদিক ভাজতে হবে।

Chirer Omlete Recipe 3

Piya Chanda