Offbeat

সামনে পয়লা বৈশাখ, মা লক্ষ্মীর পুজো করতে চান? মেনে চলুন এই টোটকা, জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে

সামনে আসছে বাঙালির নববর্ষ। নতুন বছর অনেকেই শুরু করে ভগবানের আশীর্বাদ নিয়ে। তাই ঘরে ঘরে মা লক্ষ্মী পূজার প্রচলন রয়েছে এই সময়। এবার আপনিও কি বাড়িতে পুজো করার কথা ভাবছেন? করতেই পারেন তবে সে ক্ষেত্রে মানতে হবে কিছু বিশেষ টিপস।

তবেই সারা বছর মা লক্ষ্মী বিরাজ করবে আপনার সংসারে। এই বছর নতুন বছরে সমৃদ্ধ হোক আপনার সম্পত্তি এমনটাই কামনা রইলো।

আর্থিক বৃদ্ধি ঘটাতে বছরের প্রথম দিন যে কোন পোশাক নয়, নববর্ষের দিন মহিলারা লাল বস্ত্র পরুন। লাল রঙকে শুভ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল কাপড় পরে পুজো করলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।

শাস্ত্র মতে, মা লক্ষ্মীকে পায়েস ভোগ অর্পণ করলে তিনি সন্তুষ্ট হয়ে থাকেন। মাকে পায়েসের ভোগ অর্পণ করুন। পায়েসে সামান্য জাফরান দিতে পারেন। এতে আর্থিক বৃদ্ধি হবেই।

পুজোর সময় আপনার ঠাকুরঘরে স্থাপন করতে পারেন মহা লক্ষ্মী যন্ত্র। পয়লা বৈশাখের সময় গ্রহের পরিবর্তনের জন্য শুভ সময় শুরু হবে। এই সময় মহা লক্ষ্মী যন্ত্র স্থাপনে আর্থিক বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে। পাঠ করতে হবে শ্রী সুক্ত মন্ত্র।

Piya Chanda