Viral

আর জুটছে না গান গাওয়ার সুযোগ, গান ছেড়ে এবার ট্রেনের গার্ডের সরকারি চাকরি নিলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক ভুবন বাদ্যকর

‘আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’। বিগত কয়েকমাস ধরেই এই গানটি ট্রেন্ডে রয়েছে। আট থেকে আশি, সকলের মুখে মুখে এখনও ঘোরে এই গান। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় এই ‘কাঁচা বাদাম’ গান।

শুধু গানই নয়, গানের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পেয়েছেন এই গানের স্রস্টা ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুরে বাসিন্দা এই ভুবন বাদ্যকর। এই গান গেয়েই তিনি এলাকায় বাদাম বিক্রি করতেন। গানের কথা ও সুর, সবই তাঁর নিজের।
তাঁর এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তা পান ভুবনবাবু। এখন তাঁকে কোনও সেলিব্রিটির থেকে কম বলা চলে না।

তাঁকে দেখার জন্য লোকজন ভিড় জমান তাঁর বাড়ির সামনে। কত শিল্পীরাও তাঁর এই গানে মুগ্ধ। নানান জায়গা থেকে গানের সুযোগ পাচ্ছেন তিনি। এমনকি, বর্তমানে স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে সস্ত্রীক দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু হঠাৎ কি এমন ঘটল যে গান ছেড়ে ট্রেনের গার্ড হিসেবে কাজে যোগ দিলেন ভুবন বাদ্যকর? কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, সেই প্রশ্নই এখন সকলের মুখে মুখে! হ্যাঁ, ঠিকই পড়ছেন, ভুবন বাদ্যকর এখন ট্রেনের গার্ড।

অবাক হচ্ছেন? না না, ঘাবড়াবেন না। এর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ‘ডেলি ট্রাভেল হ্যাক’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। আর তাতে ট্রেন গার্ড হিসেবে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁকে অনেকটা ভুবন বাদ্যকরের মতোই দেখতে। তাই অনেকেই ওই ট্রেন গার্ডকে ভুবন বাদ্যকর ভেবে ভুল করেছেন। এখন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

Piya Chanda